July 15, 2019, 10:42 pm

৯ বন্দি জেলেই ইসলাম গ্রহণ করলেন

Spread the love

৯ বন্দি জেলেই ইসলাম গ্রহণ করলেন

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

 

জেলখানায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন ৯ জন বন্দি। এমন ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। খবর খালিজ টাইমসের।

এক বিবৃতিতে জানা যায়, দেশটির আল ঘারব পুলিশ স্টেশনে বিভিন্ন ধর্মের অনুসারী ওই ৯ জন বন্দি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ওই পুলিশ স্টেশনে একজন ইমামের উপস্থিতিতে তারা ইসলাম গ্রহণ করেন বলে জানা যায়।

ইসলাম গ্রহণ করতে পেরে ওই ৯ বন্দি অনেক খুশি বলে জানান। এ ছাড়া ইসলামের আলোকে তারা তাদের পরবর্তী জীবন পার করবেন বলে জানান।পুলিশের দেয়া বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসলাম ধর্মের মাহাত্ম জেনে তারা ইসলাম গ্রহণ করেছে।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ