October 13, 2019, 7:53 am

‘হেলমেট’ নিয়ে সংগীতশিল্পী প্রীতম ও অভিনেত্রী তিশা

Spread the love

‘হেলমেট’ নিয়ে সংগীতশিল্পী প্রীতম ও অভিনেত্রী তিশা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বিষয়টি মোটেই মিউজিক ভিডিও ঘরানার কিছু নয়। অদ্ভুত ডিজাইনের দুটো হেলমেট মাথায় সংগীতশিল্পী প্রীতম ও অভিনেত্রী তিশাকে দেখে প্রথম বিবেচনায় তেমন কিছুই ভাবনায় আসার কথা। প্রীতম জানান, তিশাকে সঙ্গে নিয়ে এবার  তিনি পুরোদস্তর অভিনেতা হওয়ার চেষ্টা করছেন। ‘হেলমেট’ নামের বিশেষ একটি নাটকে তাদের দুজনকে দেখা যাবে মিস্টার ও মিসেস চরিত্রে। রোববার থেকে রাজধানীর বিভিন্ন স্থানে নাটকটির শুটিং শুরু হয়েছে। প্রীতম আহমেদ বলেন, ‘অভিনয় জগত আমার কাছে নতুন কিছু নয়। কিন্তু অভিনেতা হিসেবে কাজ করাটা অবশ্যই নতুন এবং রিস্কি। ‘হেলমেট’ দিয়ে শুরু করলাম অভিনয়ের নতুন ইনিংস। সকলের দোয়া ও সমর্থন চাই। নাটকটি নির্মাণ করছেন আবু হায়ত মাহমুদ। জানা গেছে, গানওয়ালার ব্যানারে নাটকটির গল্প-চিত্রনাট্যসহ প্রযোজনা করছেন প্রীতম আহমেদ নিজেই। প্রযোজনা প্রসঙ্গে প্রীতমবলেন, ‘‘আমি গান, নাটকেরই মানুষ। এর বাইরে যাওয়ার তো সাধ্য আমার নেই। এ কারণেই নাটক ও চলচ্চিত্র প্রযোজনায় আসা। বেশ কয়েকটি প্রজেক্টের কাজ এখন চলছে। মাত্রই শুটিং শেষ হয়েছে ‘অন্তঋণ’ নাটকের। এখন চলছে ‘হেলমেট’ এর কাজ। এ ছাড়া আরও একটি কাজ হবে কলকাতায়। অন্যগুলো নির্মাণের পরই বিস্তারিত সবাইকে জানাতে চাই।’’

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ