August 20, 2019, 2:44 am

প্রতিকি ছবি

“হিলি পাস” এর কার্যক্রমের উদ্বোধন

Spread the love

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ

প্রতিকি ছবি

দিনাজপুরের হিলি স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রমকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে করার লক্ষ্যে “হিলি পাস” এর উদ্বোধন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান। এ উপলক্ষে গত  বৃহস্পতিবার সকাল ১১টায় পানামা হিলি পোর্টের সভাকক্ষে বন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।রংপুর কাস্টমস কমিশনার মোহাম্মদ আহসানুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ মোহাম্মদ আনিসুল হক, রংপুর কাস্টমসের অতিরিক্ত কমিশনার আব্দুল মান্নান সরদার, হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ সরদার। এসময় স্বাগত বক্তব্য দেন, হিলি স্থল শুল্ক স্টেশনের যুগ্ম কমিশনার মীর আবু আবদুল্লাহ আল সাদাত।পরে হিলি চেকপোস্টে “হিলি পাস” এর কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান।

প্রাইভেট ডিটেকটিভ/ ১৮ মে ২০১৯/ইকবাল

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ