April 18, 2019, 4:25 pm

হিলিতে মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সীমান্ত হত্যা বন্ধে জনসচেতনতা মূলক সভা ও র‌্যালি অনুষ্ঠিত

Spread the love

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ

হিলিতে মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সীমান্ত হত্যা বন্ধে এক জনসচেতনতা মূলক সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার দুুুপুর ১২ টায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন এর আয়োজনে হিলি সিপি ক্যাম্প থেকে মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সীমান্ত হত্যা বন্ধে একটি র‌্যালী বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে এসে শেষ হয়।র‌্যালী শেষে জনসচেতনতা মূলক আলোচনা সভায় হিলি সিপি বিজিবি ক্যাম্প কমান্ডার মোঃ-চাঁন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু নাঈম খন্দকার।এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তযোদ্ধা ,স্থানীয় গন্যমান্য ব্যক্তি,বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক মিড়িয়ার সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকে।

 

 

 

 

 

 

 

 

,

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১১ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ