April 6, 2020, 9:44 am

শিরোনাম :
র‌্যাব-৫ এর অভিযানে নওগাঁর পত্নীতলায় ৮ কোটি টাকা মূল্যের ১টি প্রত্নতত্ত্ব নিদর্শন উদ্ধার ঝিকরগাছা উপজেলায় খাদ্যের সুষম বন্টন ও স্বেচ্ছায় দান কার্যক্রম ফান্ড গঠন করার আলোচনা সভা তাহিরপুর আওয়ামিলীগ নেতা আব্দুল কদ্দুছের অর্থায়নে ৮০০শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ জেদ্দায় করোনায় কর্মহীন বাংলাদেশিদের মধ্যে আওয়ামী পরিষদের ত্রাণ বিতরণ রংপুরে মহিলা শ্রমিকলীগের ৪ শতাধিক নেতাকর্মীতে খাদ্য সামগ্রী দিলেন শ্রমিক নেতা এমএ মজিদ মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়ন এর বিভিন্ন স্থানে জীবাণুনাসক ছিটানো হয় লকডাউনে ঘরে থাকা মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রিয়াজুল হাসান টিপু চট্টগ্রামে বাইশ মহল্লার কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলো মুক্তিযোদ্ধা কমান্ডার নূর আলীর সন্তান শফি রাজারহাটে এক ভুয়া ডিবি পুলিশ আটক রাজারহাটে করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম মনিটরিং

সূচক বাড়লেও বেশিরভাগ শেয়ারের দর কমেছে

Spread the love

সূচক বাড়লেও বেশিরভাগ শেয়ারের দর কমেছে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সামান্য বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

ডিএসইতে লেনদেনও খানিকটা বেড়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে।

সপ্তাহের প্রথম দিন রোববার ডিএসইএক্স ২ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৩ দশমিক ৩৩ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪১ দশমিক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৯৯ দশমিক ৫০ পয়েন্টে।

রোববার ডিএসইতে ৩২৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অঙ্ক গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চেয়ে ৯ কোটি ৪২ লাখ টাকা বেশি।

বৃহস্পতিবার লেনদেনের অঙ্ক ছিল ৩১৯ কোটি ৪৮ লাখ টাকা।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৮৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৩ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৯০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮২৫ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ১৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন বৃহস্পতিবারের তুলনায় ১ কোটি ১৭ লাখ টাকা কম।

লেনদেন হয়েছে ২৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২ টির, কমেছে ১৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির দর।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ