February 28, 2020, 2:45 pm

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

Spread the love

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হওয়ায় গতকাল শুক্রবার সকালেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ায় তিনি বাসায় ফেরেন। গত বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছিলেন, দলের মহাসচিব কিছুটা অসুস্থ বোধ করছিলেন। চেকআপের জন্য তাকে ইউনাউটেড হাসপাতালে নেওয়া হয়েছে। ফখরুল ইসলাম হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মমিন-উজ-জামানের তত্ত্বাবধায়নে চিকিৎসা নেন। শায়রুল কবির জানান, মির্জা ফখরুলের ছোট চাচা মির্জা মিজানুর রহমান পিংকু গত বুধবার ব্যাংককের একটি হাসপাতালে মারা যান। গত বৃহস্পতিবার সকালে ইস্কাটনে জানাজা শেষে তার লাশ ঠাকুরগাও নিয়ে যাওয়া হয়। সকালে ওই জানা যায় অংশ নেয়ার পরপরই বিএনপি মহাসচিব অসুস্থ বোধ করেন। পরে তাকে সকাল ৮টার দিকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ