October 15, 2019, 3:28 am

সুনামগঞ্জ সীমান্তে মদ, ইয়াবা, বিয়ার, গরু এবং সুপারী আটক

Spread the love

 

কামাল হোসেন, তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ 

 

সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে বিজিবির পৃথক পৃথক অভিযানে প্রায় দেড় লক্ষাধিক টাকার ভারতীয় নিষিদ্ধ পণ্য মদ, ইয়াবা, বিয়ার, গরু এবং সুপারী আটক করেছে বিজিবি। শুক্রবার জেলার বোগলাবাজার বিওপির টহল দল সীমান্ত দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের পেকপাড়া নামক স্থান হতে ৬০ হাজার টাকার মূল্যের ৩টি ভারতীয় গরু আটক করে।অপরদিকে গত বৃহস্পতিবার বোগলবাজার বিওপির টহল দল দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোণা নামক স্থান থেকে ৪০ কেজি ভারতীয় সুপারী আটক করে, যার মূল্য ৪ হাজার  টাকা। একই সময়ে চাঁনপুর বিওপির টহল দল তাহিরপুর উপজেলার বারিকটিলা নামক স্থান থেকে ১৯ পিস ভারতীয় ইয়াবা আটক করে, যার মূল্য ৫ হাজার ৭০০ টাকা। একই দিনে অপর অভিযানে নারায়নতলা বিওপির টহল সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের গুচ্ছগ্রাম নামক স্থান থেকে ২৪ বোতল ভারতীয় বিয়ার আটক করে, যার মূল্য ৬ হাজার  টাকা। অপর অভিযানে চিনাকান্দি বিওপির টহল দল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ঝিগাতলা নামক স্থান থেকে ৭২ হাজার টাকার ৪৮ বোতল ভারতীয় মদ আটক করে। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-২৮) অধিনায়ক মোঃ মাকসুদুল আলম জানান, আটককৃত ভারতীয় মদ, বিয়ার, ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং গরু ও সুপারী শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ