October 9, 2019, 4:06 pm

‘সিস্টেম’ বদলাতে বললেন কোহলি

Spread the love

‘সিস্টেম’ বদলাতে বললেন কোহলি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত এখন পর্যন্ত অপ্রতিরোধ্য। তিন টেস্ট খেলে তিনটিতেই বড় ব্যবধানে জিতে আইসিসির এই নতুন আয়োজনের পয়েন্ট টেবিলে ভারত সবার উপরে। কাল টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ভারতীয়রা। তার আগে নিয়ম পরিবর্তনের কথা বললেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

 

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান নিয়মে বিদেশের মাটিতে ম্যাচ জিতলে জয়ী দল পায় ৬০ পয়েন্ট। আর দেশের মাটিতে ৪০ পয়েন্ট। কোহলি মনে করছেন, বিদেশে জিতলে জয়ী দলকে আরও বেশি পয়েন্ট দেওয়া উচিত।

 

ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমাকে পয়েন্ট টেবিল সাজানোর কথা বললে ঘরের বাইরে জয়ের জন্য দ্বিগুণ পয়েন্ট দিতাম। প্রথম সংস্করণ শেষে হয়তো আমরা এমনটা দেখতেও পারি।’

 

টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে টেস্ট ক্রিকেটের প্রতিদ্বন্দ্বীতা আর বাড়বে বলেও মনে করেন কোহলি। ভারতীয় অধিনায়ক বলেন, ‘এখন সব ম্যাচের গুরুত্ব আরও বেড়েছে। আগে তিন ম্যাচ সিরিজে ড্রয়ের চিন্তাও মাথায় থাকত। কিন্তু এখন দলগুলো জয়ের জন্য মাঠে নেমে অতিরিক্ত পয়েন্ট তুলে নিতে চাইবে। তাই আমার মনে হয় এটা টেস্টের জন্য খুবই ভালো হবে।’

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ