April 6, 2020, 5:24 pm

শিরোনাম :

সালমানের নায়িকা হবেন বিশ্বসুন্দরী মানুষী

Spread the love

সালমানের নায়িকা হবেন বিশ্বসুন্দরী মানুষী

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

সম্প্রতি মিস ওয়ার্ল্ড বিজয়ী ভারতের মানুষী চিলস্নারকে নিজের নায়িকা হিসাবে পেতে চাইলেন বলিউড সুপারস্টার সালমান খান। জানা গেছে, সালমান খানের বিপরীতে অভিনয় করতে পারেন মানুষী চিলস্নার।

সালমান খান ফিল্ম প্রোডাকশনের পথ ধরে বলিউডে আগমন হবে এই সুন্দরীর। বলিউডলাইফ প্রকাশ করেছে, সালমানের ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যমে জানা গেছে, সালমান তার আগামি ছবিতে নায়িকার ভূমিকায় মানুষীকে নিতে প্রস্তুত। সেই কাজের প্রক্রিয়াও শুরম্ন হয়ে গেছে।

এখন শুধু ঘোষণার অপেক্ষা। এ পর্যন্ত্ম অসংখ্য অভিনেত্রীকে বলিউডে এনেছেন সালমান খান। সেই তালিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, স্নেহা উলস্নাহ, ডেইজি শাহ, জেরিন খানের মতো অভিনেত্রী। এই তালিকায় এখন মানুষীর নাম যুক্ত হওয়ার অপেক্ষা।

অবশ্য এক সাক্ষাৎকারে মানুষী জানিয়েছিলেন, তিনি আমির খানের সঙ্গে ছবি করতে চান। মিস ওয়ার্ল্ডের মুকুট পরার পর মাত্র নিজ দেশে ফিরেছেন হরিয়ানার মেয়ে মানুষী চিলস্নার। মিস ওয়ার্ল্ডের খেতাব জয়ের পরও ডাক্তারিতে বেশ আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ