জিতেন চন্দ্র দাস,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১৬জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব মনোনয়নপত্র দাখিল করা হয়।নির্বাচন অফিস জানায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রতিদ্বন্দ্বী প্রাথী মনেনয়নপত্র জমা দিয়েছেন।চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন, নৌকা প্রতিকে মজিবুর রহমান, লাঙ্গল প্রতিকে নাছির উদ্দিন, নৌকা বিদ্রোহী শেখ আব্দুল্লাহ, স্বতন্ত্র আবুল হাশেম, ইমান আলী, মাইদুল ইসলাম, আব্দুর রাজ্জাক।ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন, মোজাফফর হোসেন, সামছুল দোহা, জাইদুল ইসলাম, আবু শামীম হাবিব, সাখাওয়াত হোসেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন, জেসমিন নাহার মিনু, মাহমুদা আক্তার স্মৃতি, হাসিনা বেগম, নারগীছ বেগম।এব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
প্রাইভেট ডিটেকটিভ/১১ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল