October 14, 2019, 6:56 am

রপ্তানি বাড়ছে শুকনো খাবারের

Spread the love

রপ্তানি বাড়ছে শুকনো খাবারের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশে তৈরি শুকনো খাবারের চাহিদা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। প্রবাসী বাঙালিরা এগুলো খাবারের মূল ক্রেতা হলেও এসব খাবারের প্রতি আগ্রহ রয়েছে বিদেশিদেরও।

বাংলাদেশ থেকে শুকনো খাবার হিসেবে যেসব পণ্য রপ্তানি হয় তার মধ্যে রয়েছে, মুড়ি, চিড়া, চানাচুর, আলুর চিপস, বিস্কুট, খই প্রভৃতি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ১০ মাসে ১৯ কোটি ২৮ লাখ ডলারের শুকনো খাবার রপ্তানি হয়েছে।

যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৮৫ শতাংশ বেশি। দেশে তৈরি শুকনো খাবার বেশি রপ্তানি হয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ