June 15, 2019, 7:01 am

যথাযোগ্য মর্যাদায় ঝালকাঠিতে ইদ উৎযাপন

Spread the love

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠিঃ

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় ইদ উৎযাপন হয়েছে। বুধবার সকাল ৮টায় ইদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠির কেন্দ্রিয় ইদগা ময়দানে। প্রায় ৫ হাজার মুসল্লি প্রথম জামাতে নামাজ আদায় করেন। জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা জজ আবদুর রহমান,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো: শাহ আলম,অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর আলম, এমএম মাহামুদ হাসান,পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রথম জামাতে নামাজ আদায় করেন। একই স্থানে সকাল ৯টায় ইদের দি¦তীয় জামাত অনুষ্ঠিত হয়। জেলায় ৩শতাধিক মসজিদ ও ইদগায়ে ইদ জামাত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হামিদুল হক নামাজ শেষে শিশু পরিবার,সদর হাসপাতাল,জেলা খানা পরিদর্শন করেন এবং খোজ খবর নেন।ইদের দিন ঝালকাঠির আকাশ মেঘাচ্ছন্ন ছিল।ইদের দিন বিকাল বেলা জালকাঠি মিনি পার্ক ও গাবখান সেতুতে মানুষের ঢল নামে।একইভাবে পরের দিনও ্ঐ সকল স্থানে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।ইদের আগে ও পরে টুকটাক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে।আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক।

প্রাইভেট ডিটেকটিভ/ ৭ জুন ২০১৯/ইকবাল

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ