September 19, 2019, 12:55 pm

শিরোনাম :
পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যাপককে হত্যার হুমকি ও হাসপাতাল ভাংচুরের ঘটনায় যৌথ সাংবাদিক সম্মেলন পটুয়াখালীতে মাদক, দেশীয় অস্ত্রসহ যুবক আটক র‌্যাব-৫ এর অভিযানে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক বিসিআইসির ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা রেজওয়ান চৌধুরী আর নেই ভোলার দুলার হাটে ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ী আটক ভোলায় যৌতুকের দায়ে স্ত্রীর উপর নির্যাতন চালিয়েছে পাষন্ড স্বামী ভোলায় মরননেশা ইয়াবা সহ দুই মাদক ব্যাবসায়ী আটক ভোলায় ডিবি পুলিশ এর অভিযানে ১৩৩পিচ ইয়াবাসহ ’তিন’ মাদক ব্যাবসায়ী আটক ভোলা দৌলতখানে গৃহবধূকে হত্যার অভিযোগ ভোলা লালমোহনে বাসের চাপায় স্কুল ছাত্র নিহতের ঘটনায় উত্তেজিত জনতার সড়ক অবরোধ

মৌলভীবাজারে সিম্পনি মোবাইল সেলস অফিসারের টাকা ছিনতাই

Spread the love

মৌলভীবাজারে সিম্পনি মোবাইল সেলস অফিসারের টাকা ছিনতাই
মশাহিদ আহমদ, মৌলভীবাজার


মৌলভীবাজারে সিম্পনি মোবাইল সেলস অফিসার মোঃ মোস্তফা কামাল অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কোম্পানীর চেক ও নগদ প্রায় ২লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বিলম্বে প্রাপ্ত সংবাদে জানা গেছে- গত ১৭ অক্টোবর সিম্পনি মোবাইল সেলস অফিসার মোঃ মোস্তফা কামাল অফিসের কাজ শেষে মাধবপুর থেকে তাজ গাড়িতে  শায়েস্তাগঞ্জে এসে  হবিগঞ্জ বিরতি  (ঢাকা মেট্র-ব ১১-৮৪৮৭)  গাড়িতে শ্রীমংগলের উদ্দেশ্যে রওনা হন। এ সময় তার পাশের সিটে হামদদ নামীয় প্রতিস্টানের ওষদ নিয়ে অপরিচিত একজন বসে পড়ে ও তার পেচনের সিটে এক হকার বসে। পাশের সিটে বসা হামদর্দ ওষদ বিক্রেতা তার ওষদ এর ব্যাগ থেকে মোস্তফাকে একটি চকলেট খাওয়ার জন্য বললে সে না খেয়ে চকলেট ফিরেয়ে দেয়। এ সময় ঐ হামদর্দ ওষদ বিক্রেতা তাকে আবারও খাবার জন্য বললে সে পুনরায় খেতে অস্বীকার করলে তার নাক ও মুখের কাছে নিয়ে ঘষা মারার চেষ্টা করে। এর ১০থেকে ১৫ মিনিটের মধ্যে মোস্তফা  গাড়ীতেই অজ্ঞান হয়ে পড়ে এবং গাড়ীর ড্রাইভার তাকে অজ্ঞান অবস্থায় মৌলভীবাজার বাস কাউন্টারে নামিয়ে দেয়। মৌলভীবাজার হবিগঞ্জ বাস কাউন্টার ম্যানেজার বিষয়টি মোস্তফার অভিবাবককে জানালে তার পরিবারের লোকজন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ ব্যপারে জানতে চাইলে সিম্পনি মোবাইল কোম্পানীর জেলা ম্যানেজার মারজান আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- নগদ ১লক্ষ ৬১ হাজার টাকা চিনতাইকারীরা নিয়ে গেছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় কোম্পানীর পক্ষ থেকে সাধারন ডায়রী করা হয়েছে।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ