August 14, 2019, 3:19 pm

শিরোনাম :

‘মিশন এক্সট্রিম’ শেষ করতে পরবর্তী মিশন দুবাইয়ে!

Spread the love

‘মিশন এক্সট্রিম’ শেষ করতে পরবর্তী মিশন দুবাইয়ে!

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

এপ্রিলেই বাংলাদেশ অংশের শুটিং শেষ করেছিল টিম ‘মিশন এক্সট্রিম’। বাকি ছিল ছবিটির শুধু ২০ শতাংশ কাজ। এবার সেটি সম্পন্ন করতে নির্মাতারা তাদের পরবর্তী মিশনে নেমেছেন।

গত রোববার পুরো দলটি গিয়েছে দুবাই। সেখানে ছবির বাকি কাজ হবে বলে জানালেন এর নির্মাতা ও চিত্রনাট্যকার সানী সানোয়ার।

আর এ কারণে দুবাই গেলেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, মিশা সওদাগরসহ প্রায় পুরো টিম।

সানী সানোয়ার বলেন, ‘‘আমাদের শুটিংয়ের অল্প কিছু কাজ বাকি আছে। সেটি শেষ হবে দুবাইয়ে। এরপর সম্পাদনা শেষে শুরু হবে ছবিটির প্রচারণার কাজ। চলতি বছরই ‘মিশন এক্সট্রিম’ দেখতে পারবেন দর্শকরা।’’

‘মিশন এক্সট্রিম’-এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সানী সানোয়ার। তারসঙ্গে যৌথ পরিচালক হিসেবে আছেন ফয়সাল আহমেদ।

উল্লেখ্য, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘ঢাকা অ্যাটাক’-এর কাহিনিকারও ছিলেন সানী সানোয়ার। নির্মাণ করেছিলেন দীপঙ্কর দীপন। সিনেমাটি ব্যাপকভাবে আলোচিত হয়। আর ‘মিশন এক্সট্রিম’ হতে যাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’ টিমের দ্বিতীয় সিনেমা।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ