April 6, 2020, 6:08 pm

শিরোনাম :

মিম অভিনয় করছেন নাম ভূমিকায়, আছেন রাজ-ইয়াশ

Spread the love

মিম অভিনয় করছেন নাম ভূমিকায়, আছেন রাজ-ইয়াশ

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বিদ্যা সিনহা মিম অভিনয় করছেন নাম ভূমিকায়। ছবির নাম ‘পরাণ’। ছবিটি পরিচালনা করবেন রায়হান রাফি। এতে মিমকে ডাকা হবে পরাণ নামেই। মূলত, মফস্বলের গল্প নিয়ে তৈরি হবে ‘পরাণ’। ছবিতে তাই মিমের রূপের জৌলুসটা মিস করতে পারেন দর্শকরা। আবার একেবারে হতাশও হবেন না। কারণ মফস্বলের মেয়েদের কী গ্ল্যামার নেই? প্রশ্ন খোদ মিমের। বললেন, ‘আমার চরিত্রটা নন গ্ল্যামারস নয়। সেখানে কী গ্ল্যামারাস-সুন্দর মেয়েরা নেই? নিশ্চয়ই আছে। আমি নিজেও তো মফস্বল থেকেই এসেছি।’ তাই বলে ‘লাল লিপস্টিক’Ñ এর মতো সৌন্দর্য ছড়াবেন না তিনি, এটা নিশ্চিত। মফস্বলে একটি মেয়ে ও তার আশেপাশের আনন্দ, ভালোবাসা ও সমস্যা উঠে আসবে মিমের চরিত্রে। এর বেশি বলতে চাননি মিম। মিমের সাথে এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ‘আইসক্রিম’ খ্যাত রাজ, ‘স্বপ্নজাল’ খ্যাত ইয়াশ। আর ছবিটির প্রযোজক লাইভ টেকনোলজিস। রোমান্টিক ঘরানার সিনেমা হতে যাচ্ছে এটি। পরিচালক জানালেন আগস্টের প্রথম দিন থেকেই শুরু করবেন ছবির শুটিং। মফস্বলের গল্প হওয়ায় ছবির শুটিং হবে ময়মনসিং। পরিচালক রায়হান রাফি বলেন, ‘মফস্বলের তিন তরুণসহ সেই জায়গার বিভিন্ন ক্রাইসিস, আবেগ, অনুভূতি উঠে আসবে ছবিতে। ছবিতে ভালোবাসা যেমন থাকবে, তেমন থাকবে নেশা, পলিটিক্স, বিয়ে বিচ্ছেদসহ বিভিন্ন ঘটনা।’ টানা চলবে ছবির শুটিং। ময়মনসিংয়ে ছবির শুটিং একেবারে শেষ করে তবেই ফিরবে ইউনিট। তারপর রাফি শুরু করবেন ‘স্বপ্নবাজী’র শুটিং। অন্যদিকে রাজ অভিনীত ‘ন’ডরাই’ ছবিটি আছে মুক্তির অপেক্ষায়। ইয়াশ রোহান সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘আদম’ নামের ছবিতে।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ