September 16, 2019, 12:42 am

মাদ্রাসা ছাত্রী অগ্নিদগ্ধ নুসরাতের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ, যৌন নির্যাতনকারী দুর্নীতিবাজ শিক্ষকদের অপসারণ দাবি

Spread the love

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

শ্লীলতাহানির মামলা করায় মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানকে অগ্নিসংযোগ করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে স্বাধীনতার স্বপক্ষের অরাজনৈতিক সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই। এ সময় দেশে শিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে লাগামহীন দূর্নীতিকে প্রতিহত না করাসহ দুর্নীতিবাজ, অসাধু, যৌন নিপীড়নকারী শিক্ষকদের প্রভাবশালী মহল কর্তৃক পৃষ্ঠপোষকতাকে দায়ী এবং সারাদেশে যৌন নির্যাতনকারী দুর্নীতিবাজ শিক্ষকদের অবসারণের উদ্যোগ গ্রহণের জোর দাবি জানানো হয়। বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০১৯ ইং বিকেলে বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র আহবায়ক আসলাম-উদ-দৌলা এবং সদস্য সচিব খালেদ হাসান বিপ্লব এক যৌথ বিবৃতিতে এসব দাবি করেন । বিবৃতিতে তারা আরো বলেন, সরাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লাগামহীন দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আমরা অবগত ও ভুক্তভোগী। আমরা দেখছি এসব দুর্নীতিবাজরা অনেক বেশি প্রভাবশালী। প্রাক্তন শিক্ষামন্ত্রী তাদেরকে সহনীয়মাত্রায় ঘুষ খাওয়া বা দুর্নীতি করার মতো কথা বলতে বাধ্য হয়েছিলেন। আর এসব দুর্নীতিবাজ প্রশাসনের সাথে সম্পৃক্ত শিক্ষকরাই শিক্ষা প্রতিষ্ঠানে লাগামহীন দুর্নীতি করে আসছেন। নুসরাত জাহান হত্যার নির্দেশদাতা শিক্ষক ফেনী সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধেও সনদ জালিয়াতি, দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। কিন্তু তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় খেসারত দিতে হলো এক কোমলপ্রাণ শিক্ষার্থীকে। যৌন নিপীড়নের অভিযোগের মামলা তুলে না নেয়ায় ওই ছাত্রীকে গায়ে আগুন ধরিয়ে দেয়। সভ্য সমাজে এমন বর্বর ঘটনা, আমাদের লজ্জ্বিত ও মর্মামত করেছে।

প্রাইভেট ডিটেকটিভ/ ১১ এপ্রিল ২০১৯/ইকবাল

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ