September 18, 2019, 7:54 am

মহেশখালীতে উইংস মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরনী সম্পন্ন

Spread the love

এম বশির উল্লাহ,মহেশখালী প্রতিনিধিঃ

গত বৃহাস্পতিবার(৬ ই জুন) “উইংস মেধাবৃত্তি-২০১৮” এর বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বঙ্গবন্ধু সরকারী মহিলা কলেজ অডিটোরিয়াম এ সকাল ১০ টায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।অনুষ্ঠানে পুরস্কার বিতরণীর পাশাপাশি উইংসের ২য় বারের মতো প্রকাশিত “উইংস ডায়েরী” নামক সরণিকার উন্মোচন করা হয়। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ জামিরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী মোহাম্মদ এরফান উল্লাহ (যুগ্ম মহানগর দায়রা জজ), সরওয়ার কামাল (বিশিষ্ট শিল্পপতি), মোহাম্মদ আলী (পরিচালক – আইসিটি, আন্তর্জাতিক শিশু পল্লী বাংলাদেশ), এডভোকেট জসিম উদ্দিন (আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট), মোঃ ছৈয়দুল করিম (বিশিষ্ট ব্যবসায়ী)। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন – মোশাররফ আজিজ ,সভাপতি, উইংস পরিবার। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। সর্বমোট ৭০ জনকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, উইংসের উপদেষ্টা মন্ডলী এবং উইংস পরিবারের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন উইংসের সভাপতি এবং সাধারণ সম্পাদক।অনুষ্ঠানে প্রধান অতিথি , এম আশেক উল্লাহ রফিক বলেন মহেশখালীর প্রতি মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ দৃষ্টি রয়েছে ফলে দেশের সবচেয়ে মেঘা প্রকল্প গুলি এখানে বাস্তবায়ন হচ্ছে , নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে তুলতে আমাদের সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

প্রাইভেট ডিটেকটিভ/ ৮ জুন ২০১৯/ইকবাল

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ