November 15, 2019, 4:37 pm

শিরোনাম :
শিবগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী উপলক্ষে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাইবান্ধায় জমিতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু তাহিরপুরে জাকির হোসেন ভূঁইয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইউসুফপুর শাপলা যুব সংঘ  জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ড ৩৭ লাখ টাকার ক্ষতি ॥ আহত ৫, পথে বসেছে ৮ পরিবার শার্শা-বেনাপোলে ৪ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা  শৈলকুপা প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত ১৮০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা মারা গেলেন ছোট বোন বড় বোনের লাশ দেখেই ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে মিশর-তুরস্ক থেকে – প্রধানমন্ত্রী দুর্নীতি-ধর্মব্যবসা সমানভাবে বাড়ছে -মোমিন মেহেদী

ভোলা লালমোহন কালমা ইউনিয়ন এর আওয়ামিলীগ এর ওয়ার্ড মূল লীগ এর কমিটি গঠন

Spread the love

রাকিব হোসেন,ভোলা জেলা ব্যুলো প্রধানঃ

ভোলা লালমোহন এর কালমা ইউনিয়ন এর আওয়ামিলীগ এর ৮ ও ৯ নং ওয়ার্ড

আওয়ামিলীগ এর মূললীগ এর কমিটি গঠন করা হয়, গতকাল ৬ই নভেম্বর রোজ বৃহস্পতিবার, সকাল ১০ ঘটিকার সময় শুরু হয়, কালমা ইউনিয়ন এর ৮ ও ৯ নং ওয়ার্ড এর সকল আওয়ামিলীগ এর নেতাকর্মীরা দলে দলে একসাথে, ডাওরি বাজার এর আওয়ামিলীগ অফিস এর সামনে আসে এর প্রায় দুই ঘন্টা যাবত, আওয়ামীলীগ এর বিভিন্ন উন্নয়ন মূলক আলোচনা করেন নেতাকর্মীরা। এই আলোচনায় উপস্থিত ছিলেন, কালমা ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন। সে বলেন, এই কালমা ইউনিয়ন এ ২০০১ সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন এই কালমা ইউনিয়ন এর আওয়ামিলীগ এর নেতাকর্মীরা,এবং যারা আওয়ামীলীগকে ভালোবেসেছেন তারা ঠিক মতো ঘরে ঘুমাতে পারেনি, এমন কি আমি নিজে চেয়ারম্যান থাকা কালিন ও আমার নিজ বাড়িতে থাকতে পারিনি, আমারা অনেক কষ্টে দিন কাটাতে হয়েছে, আজ তারা এই ডাওরি বাজারে ঘোরে বেড়ায় কই আমরা তো তাদের কে কোন ক্ষতি করিনি আর করবোনা। তিনি আরো বলেন, আজ ৮,৯ নং ওয়ার্ড এর আওয়ামিলীগ এর মূললীগ এর কমিটি গাঠন হবে, এখানে কোন, অনুপ্রবেশ কারীকে কোন সংগঠনে রাখা হবেনা। আরো উপস্থিত ছিলেন, লালমোহন আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক, মোঃ দিদারুল ইসলাম অরুন পাঞ্চাত, সে ও বিভিন্ন উন্নয়ন মূলক আলোচনা করেন। আরও ছিলেন, লালমোহন থানা সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন পাঞ্চাত, ও কালমা ইউনিয়ন উত্তর আওয়ামিলীগ এর যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাবুদ্দিন মেম্বার, কালমা ইউনিয়ন দক্ষিণ আওয়ামিলীগ এর যুগ্ম আহ্বায়ক মোঃ এইচ এম বাদশা ও অন্যান প্রমুখ। সকল আওয়ামিলীগ এর নেতাকর্মীদের নেতৃত্বে, কালমা ইউনিয়ন এর ৮,৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর মূললীগ কমিটি ঘোষণা দেন, লালমোহন আওয়ামিলীগ এর সহসভাপতি কালমা ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন ও লালমোহন আওয়ামিলীগ এর সাধারণত সম্পাদক দিদারুল ইসলাম অরুন পাঞ্চাত। ৮ ও ৯ নং ওয়ার্ড এ যারা বিজয়ী হয়েছেন। ৮ নং ওয়ার্ড এর মূললীগ এর সভাপতি বিজয়ী হয়েছেন, মোঃ সত্তার হাওলাদার। সাধারণত সম্পাদক পদে বিজয়ী হয়েছেন, মোঃ জাহাঙ্গীর খাঁ। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন, মোঃ আলী। ৯ নং ওয়ার্ড এর মূললীগ এর সভাপতি বিজয়ী হয়েছেন, মোঃ মফিজ সর্দার। সাধারণত সম্পাদক পদে বিজয়ী হয়েছেন, মোঃ লালু আমিরুদ্দি। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন, ডাঃ প্রদিপ বাবু।

প্রাইভেট ডিটেকটিভ/৭ নভেম্বর ২০১৯/ইকবাল

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ