September 18, 2019, 4:48 am

ভোলার ভেদুরিয়া ইউনিয়নের ০৪নং ওয়ার্ড মেম্বার হাকিম মিঝিকে ঈদের দিন রাতে গলা কেটে হত্যা

Spread the love

রাকিব হোসেন, ভোলাঃ

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের হাকিম মিঝি নামে ওয়ার্ড মেম্বারকে নৃশংস ভাবে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।হাকিম মিঝি ভেদুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কর্মরত মেম্বার ছিলেন।গতকাল রাতে তাকে হত্যা করে বাড়ি থেকে আধা কি.মি দুরে একটি ব্রীজের নিচে পানিতে ফেলে রেখে পালিয়ে যায় হত্যা কারিরা । স্থানীয় লোকজন জানান, গতকাল বুধবার রাতে ভেদুরিয়া ৪নং ওয়ার্ডের স্থানীয় এক দোকানদার কে গাঁজা সহ আটক করে ডিবি পুলিশ। আটককৃত গাঁজা ব্যাবসায়ীকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়।আর তাকে থানা থেকে আনার জন্য তিনি থানায় যান।সেখান থেকে ফিরতে আনুমানিক রাত প্রায় আড়াইটা বেজে যায়।তিনি ভেদুরিয়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের হেতনার হাট বাজারে এসে পৌছে তার কাছে খুচরা টাকা না থাকায় তিনি এক দোকানদারের কাছে যান টাকা খুচরা করার জন্য। ঐ দোকানদারের বিবরন অনুযায়ী হাকিম মিঝি আনুমানিক আড়াইটার দিকে তার দোকানে টাকা খুচরা করেন।হাকিম মিঝির সাথে আরো কয়েকজন ছিল কিন্তু বেশী দূরত্বে থাকায় তাদের দেখতে পায়নি দোকানদার। হেতনার হাট থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে কিছু দুর আলী আহমদ বাড়ি নামক ব্রিজের নিচে তাকে গলা কেটে হত্যা করে ফেলে দেয় দূর্বৃত্তরা। তবে ঐ ব্রীজের কাছাকাছি খুব ঘনবসতি রয়েছে তার পরেও কেউ কোন কিছু দেখেনি।মধ্যরাত হওয়ার কারনে খুব সহযেই দূর্বৃত্তরা হত্যাকান্ড ঘটাতে সক্ষম হয়। পরে সকালে(ঈদের দিন) স্থানীয় মানুষজন খালের ভেতর কারো লাশ ভাসতে দেখে গ্রাম পুলিশ কে খবর দেয় এবং এলাকার লোকজন দেখে চিনতে পারল মেম্বারকে।পরে ভোলা সদর থানায় ফোন করলে থানা থেকে ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।এছাড়া মেম্বার কে দেখার জন্য ঘটনাস্থলে আসেন ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মাস্টার। ভোলা সদর মডেল থানার ওসি মো.ছগির মিয়া এটিকে হত্যা বলে নিশ্চিত করেন।পরে মৃতদেহ পানি থেকে তুলে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে মৃত্যুর খবর পেয়ে মৃতের আত্মীয় স্বজনরা ছুটে আসেন সেখানে।তাদের উপর নেমে পরে শোকের ছায়া। ঈদের আনন্দ তাদের জন্য আর আনন্দ থাকেনি তা হয়েছে শোকের পাহাড়। স্ত্রী সন্তান আর আত্মীয়দের আহাজারিতে ভারী হয়ে যায় ঘটনা স্থল। আত্মীয় স্বজনদের দাবী যারা এই নৃশংস বর্বর খুনের সাথে জড়িত তাদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে অনুরোধ তাদের। উল্লেখ্য, হাকিম মিঝি ভোলা ভেদুরিয়ার আলোচিত নাবিলা হত্যা মামলার আসামী ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/ ৫ জুন ২০১৯/ইকবাল

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ