ভিন্ন চমকে মাহি
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
বড়পর্দার তারকা হলেও মাঝেমধ্যে ছোটপর্দাতেও দেখা মেলে এ সময়ের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহির। তবে সবসময় নয়, বিশেষ দিবস উপলক্ষে বিভিন্ন তারকা অনুষ্ঠানে। এরই ধারাবাহিকতায় আসছে কোরবানির ঈদেও দেখা যাবে এ অভিনেত্রীকে। তবে এবার আসছেন ভিন্ন চমকে। একুশে টেলিভিশনের পর্দায় উপস্থাপনা করবেন এ গস্নামার নায়িকা। এতে মাহি অভিনীত ছবির গান দেখানো হবে। সঙ্গে প্রতিটি গানের শুটিং সেটের মজার মজার সব গল্প দর্শকের সঙ্গে ভাগাভাগি করবেন তিনি।
এ বিষয়ে মাহি বলেন, সারা বছর বড়পর্দায় কাজ করতে হয় বলে নিয়মিত ছোটপর্দায় আসার সুযোগ হয় না। তবে ঈদে না এসে পারি না। তাই সবসময়ই চাই আগের চেয়ে একটু আলাদা কিছু নিয়ে দর্শকের সামনে হাজির হতে। গতবার তো শুধু নাচ নিয়ে এসেছিলাম। এবার তাই অন্য ঢঙে এলাম। এটা গতানুগতিক কোনো অনুষ্ঠানের উপস্থাপনা নয়। এতে আমার ছবির গান দেখানো হবে। আর প্রতিটি গান প্রচারিত হওয়ার আগে এ গানের শুটিংয়ের মজার স্মৃতি আমি তা দর্শকের সঙ্গে শেয়ার করব।