January 22, 2020, 9:51 am

শিরোনাম :
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের ওপর স্থগিতাদেশ জারি করলো না দেশটির সুপ্রিম কোর্ট ৩ বছরে ১৬ হাজারের বেশি মিথ্যা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে ম্যাচের ৬৪ মিনিটেও ১০ জনের আর্সেনালকে হারাতে ব্যর্থ চেলসি রাজধানী ঢাকার হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু স্নাতক ডিগ্রিধারী না হলে ফাজিল (স্নাতক) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নয় -হাইকোর্ট বিএনপির সবকিছুতেই এখন ভাটা পড়ে গেছে – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই প্রথম আজ ২২ জানুয়ারি ২০২০ ইং তারিখ বুধবার থেকে চালু হলো ই-পাসপোর্ট ভোলা জেলার প্রধান সড়ক‌কে ৬ লে‌নে করার ঘোষনা দেওয়ায় আনন্দ মি‌ছিল ভোলায় ডিবি পুলিশের সাড়াশি অভিযানে একইদিনে ৩যুবক ও এক বাবুর্চি ইয়াবা ব্যাবসায়ী আটক
এই কুকুর ‘বাঘ’ সেজে কৃষকের জমি পাহারা দেয়।

ভারতের কুকুর ‘বাঘ’ সেজে কৃষকের জমি পাহারা দেয়

Spread the love

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

এই কুকুর ‘বাঘ’ সেজে কৃষকের জমি পাহারা দেয়। 

হনুমানের উৎপাতে দীর্ঘদিন ধরে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। তাই অতিষ্ট হয়ে শেষে নিজের পোষা কুকুরকে ‘বাঘ’ বানালেন এক কৃষক।ভারতের কর্নাটকের তীর্থহালি তালুকের নালুরু গ্রামে এ ঘটনা ঘটেছে।আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই গ্রামের কৃষক শ্রীকান্ত গৌড়া হনুমানদের থেকে জমির ফসল রক্ষার জন্য ভাবতে ভাবতে মাথায় আসে বাঘের কথা। তবে আসল বাঘ আর পাবেন কোথায়, তাই নকল বাঘের ব্যবস্থা করেন।তিনি তার পোষা কুকুরের গায়ে কালো কালো ডোরাকাটা রঙ করে বাঘের সাজ দেন।এর আগে ফসল রক্ষায় শ্রীকান্ত একটি বাঘ-পুতুল ব্যবহার করেছিলেন। ক্ষেতের কাছে সেটিকে একটি উঁচু জায়গায় দাঁড় করিয়ে দেন শ্রীকান্ত।দেখেন এতে ভালই কাজ হচ্ছে। জমির সামনে ‘বাঘ’ দাঁড়িয়ে থাকতে দেখে ফসলের দিকে ঘেঁষার সাহস পাচ্ছিল না হনুমানগুলো। এ কৌশল দিন দুয়েক পর অন্য একটি জমিতেও ব্যবহার করেন। সেখানেও একই ফল হয়।কিন্তু ‘বাঘ’ ব্যবহারের কৌশল দু’বার কাজে দিলেও, বেশি দিন যে এটা চলতে পারে না, সেটাও বেশ জানতেন শ্রীকান্ত। তাই এবার তিনি কৌশলে কিছুটা পরিবর্তন আনেন।এবার একটি কুকুরকে বাঘের মতো ডোরাকাটা রং করেন। কুকুরটির গায়ে কলপের কালো রং মাখিয়ে দেন। দূর থেকে তার ডোরাকাটা দাগ দেখলে মনে হবে, সত্যিই যেন একটি বাঘ দাঁড়িয়ে রয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/০১ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ