October 12, 2019, 5:28 am

বয়ফ্রেন্ডের সন্তানের মা হচ্ছেন কালকি

Spread the love

বয়ফ্রেন্ডের সন্তানের মা হচ্ছেন কালকি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

গলি বয় সিনেমা ও স্যাকরেড গেমস টু ওয়েব সিরিজে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন বলিউড অভিনেত্রী কালকি কোয়েচলিন। মা হতে চলেছেন তিনি। ইসরাইলী বয়ফ্রেন্ড গাই হার্সবার্গের সঙ্গে এটি তার প্রথম সন্তান। বর্তমানে তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কালকি। সাক্ষাৎকারে তিনি আরো জানান, চলতি বছর শেষের দিকে তিনি ভারতের পর্যটন নগরী গোয়াতে যাবেন। সেখানে ন্যাচারালিস্ট বার্থ সেন্টার রয়েছে। সেখানেই সন্তান প্রসব করতে চান। এ ছাড়া সন্তানের নামও ঠিক করেছেন এ জুটি। গাই হার্সবার্গের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে নির্মাতা অনুরাগ কাশ্যপকে বিয়ে করেছিলেন কালকি। ২০১১ সালে এপ্রিলে তাদের বিয়ে হয়। ২০১৩ সালের নভেম্বরে এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। এরপর ২০১৫ সালে ডিভোর্সের আবেদন করেন। বিচ্ছেদ হলেও তাদের সম্পর্ক এখনো বেশ ভালো। কালকি অভিনীত স্যাকরেড গেমস টু পরিচালনা করেছেন অনুরাগ।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ