October 15, 2019, 7:56 pm

ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন শাহরুখ খান

Spread the love

ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন শাহরুখ খান

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

সাফল্যের ফল পেলে, ব্যর্থতার দায়ও নিতে হয়। বন্ধু সালমনের দেখানো এই পথেই এবার হাঁটলেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘জব হ্যারি  মেট সেজল’-এর ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন তিনি। টাকা ফেরালেন ডিস্ট্রিবিউটরদের। চলতি বছরের আগস্ট মাসে মুক্তি পেয়েছিল শাহরুখ-অনুশকা জুটির এই ছবি। পরিচালক ছিলেন ইমতিয়াজ আলি।

কিন্তু এত বড় বড় নামও বাঁচাতে পারেনি সে ছবিকে। কিং খানের যে  কোনও ছবি মুক্তি পেলে যেখানে ন্যুনতম ১০০ কোটি টাকার ব্যবসার প্রত্যাশা নিয়ে বসে থাকেন ডিস্ট্রিবিউটররা, সেখানে এ ছবি মাত্র ৬৪.৩৩  কোটি টাকার ব্যবসা করেছে। কেবল অভিনেতা নন ‘জব হ্যারি মেট সেজল’-এর প্রযোজকও পরোক্ষে শাহরুখই। স্ত্রী গৌরীর নামে এ ছবি প্রযোজনা করেছেন তিনি। তাই ব্যর্থতার দায় নিলেন বাদশা। জানা গেছে, সারা দেশে ছবিটি ডিস্ট্রিবিউটের সিংহভাগই ছিল এনএইচ স্টুডিওর দায়িত্বে। যাদের পনেরো শতাংশ টাকা ফিরিয়ে দিয়েছেন শাহরুখ। এ ছাড়া যাঁরা ডিস্ট্রিবিউটরের দায়িত্বে ছিলেন তাদেরও প্রত্যেককে ৩০ শতাংশ টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। মুক্তির পর থেকেই নাকি শাহরুখের কাছে অভিযোগ জানাচ্ছিলেন ডিস্ট্রিবিউটররা। প্রত্যেকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছিলেন। সেই দাবি মেনে নিলেন কিং খান। টাকা ফিরিয়ে দিলেন তিনি। কিছুদিন আগেই একই পরিস্থিতিতে পড়েছিলেন সালমান খানও। বক্স অফিসে আরও বাজেভাবে মুখ থুবড়ে পড়েছিল তাঁর ‘টিউবলাইট’। ছবির ভরাডুবির দায় নিজের ঘাড়ে নিয়ে ডিস্ট্রিবিউটরদের ক্ষতিপূরণও দেন সালমান।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ