September 16, 2019, 3:56 am

বেড়েছে বিটকয়েনের মূল্য

Spread the love

বেড়েছে বিটকয়েনের মূল্য

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

এক বছরের বেশি সময় পর আবারও লাফিয়ে বেড়েছে বিটকয়েনের মূল্য। সোমবার প্রতি বিটকয়েনের মূল্য উঠেছে প্রায় ৯০০০ মার্কিন ডলার।

কয়েনডেস্ক-এর বিটকয়েন প্রাইস ইনডেক্স অনুসারে এদিন বিটকয়েন মূল্য পৌঁছেছে ৮৯৩৭.২৫ মার্কিন ডলারে। বিভিন্ন এক্সচেঞ্জে বিটকয়েনের মূল্য পর্যবেক্ষণ করে বিটকয়েন প্রাইস ইনডেক্স।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের ১১ মে’র পর এবারই প্রথম সর্বোচ্চ মূল্যে উঠলো বিটকয়েন।

সোমবার সকালে এইচকে/এসআইএন-এ ২৪ ঘন্টায় বিটকয়েনের মূল্য বেড়েছে নয় শতাংশের বেশি। সেসময় এর বাজার মূল্য ছিল ৮৭৮৮.৮৭ মার্কিন ডলার।

আগের কয়েক সপ্তাহজুড়েই বেড়ে চলেছে ক্রিপ্টোকারেন্সির মূল্য। চলতি বছর এর মূল্য বেড়েছে ১৪০ শতাংশের বেশি।

বড় প্রতিষ্ঠানগুলো ক্রিপ্টোকারেন্সিভিত্তিক পণ্য নিয়ে কাজ শুরু করায় বেড়েছে এর চাহিদা। নিজস্ব ক্রিপ্টোকারেন্সি আনছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুকও।

বিটকয়েনের পাশাপাশি সোমবার অন্যান্য ক্রিপ্টোকারেন্সির দামও বেড়েছে।

বাজারে বর্তমানে ভালো অবস্থানে থাকলেও এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য থেকে অনেক দূরে রয়েছে বিটকয়েন। ২০১৭ সালে প্রতি বিটকয়েনের মূল্য উঠেছিল ১৯০০০ মার্কিন ডলারের বেশি।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ