বিল্লাল হুসাইন,যশোর জেলা ব্যুরো প্রধানঃ
যশোর বেনাপোল চেকপোস্টের সাদিপুর মোড় থেকে ৫ লাখ ২৪ হাজার ভারতীয় রুপী ও ৪ টি মোবাইল সহ নিরঞ্জন (৩৪) নামে এক পাসপোর্ট যাত্রী বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি।২০শে জুলাই শনিবারসকাল ১০ টার সময় তাকে আটক করে।আটককৃত নিরঞ্জন নরসিংদি জেলার গোরাদিয়া গ্রামের ঝন্টু দাসের ছেলে। ৪৯ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ বলেন, বিজিবির নিজস্ব গোয়েন্দা মারফত সংবাদ পেয়ে পাসপোর্ট যাত্রীকে আটক করে ক্যাম্পে আনা হয়। এরপর তার ল্যাগেজ ও শরীর তল্লাশি করে ভারতীয় ৫ লাখ ২৪ হাজার রুপী ও ৪টি উন্নত মোবাইল ফোন উদ্ধার করা হয়।২১ বিজিবি অধিনায়ক লেঃকর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন মুদ্রা পাচার মামলা দিয়ে আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
প্রাইভেট ডিটেকটিভ/২০জুলাই ২০১৯/ইকবাল