July 22, 2019, 4:36 am

বিশেষ অভিজ্ঞতার কথা জানালেন ঐশী

Spread the love

বিশেষ অভিজ্ঞতার কথা জানালেন ঐশী

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

চলতি প্রজন্মের জনপ্রিয় গায়িকা ঐশী বর্তমানে ব্যস্ত সময় পার করছেন স্টেজ শো নিয়ে। দেশের বিভিন্ন স্থানে গান গাইছেন তিনি। এর বাইরে টিভি লাইভেও অংশ নিচ্ছেন। সর্বশেষ বাংলাভিশনের ‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানে সরাসরি দর্শকদের গান শুনিয়েছেন তিনি। এদিকে ক’দিন আগেই প্রকাশ হয়েছে এ শিল্পীর ‘স্টেশন-২’ শিরোনামের একটি গান। সাউন্ডটেক থেকে প্রকাশিত এ গানটির অডিও-ভিডিও এরইমধ্যে প্রশংসিত হয়েছে। গানটিতে নিজেই পারফর্ম করেছেন। এর বাইরে জি-সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে ঐশীর ‘পিরিতের রাধা’ শীর্ষক একটি গানও।

এদিকে সম্প্রতি একটি বিশেষ অভিজ্ঞতা অর্জন হয়েছে ঐশীর। শীর্ষ মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের বিজ্ঞাপন দেখে ও জিঙ্গেল শুনে ছোটবেলায় নাচতেন এ গায়িকা। আর সম্প্রতি এই খ্যাতিমান মডেল ঐশীর গাওয়া জিঙ্গেলে ঠোঁট মিলিয়েছেন। বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত ও আনন্দিত ঐশী। তিনি বলেন, ছোটবেলায় মৌ আপুর বিজ্ঞাপন দেখে খাওয়া এবং নাচা হতো। আর তিনি আমার গায়কীর সঙ্গে এবার ঠোঁট মেলালেন, নাচলেন ও অভিনয় করলেন। এটা আমার জন্য একটা বিশেষ অভিজ্ঞতা। এদিকে কয়েক বছর আগে প্রকাশ হয়েছিল ঐশীর প্রথম একক অ্যালবাম। ‘ঐশী এক্সপ্রেস’ শিরোনামের সেই অ্যালবামের গানগুলো বেশ জনপ্রিয় হয়েছিল। এরপর বেশ কিছু সিঙ্গেল প্রকাশ হয়েছে তার। সামনেই দ্বিতীয় অ্যালবাম নিয়ে আসছেন তিনি। নাম রাখা হয়েছে ‘ঐশী এক্সপ্রেস টু’। এরইমধ্যে এ অ্যালবামের জন্য গান তৈরি শুরু হয়েছে। আরো কয়েকটি গানের কাজ বাকি। ঐশী বলেন, এ অ্যালবামের কাজ একটু সময় নিয়ে করছি। কথা-সুর ও সংগীতের প্রতি আরো বেশি মনোযোগী হয়েছি। কারণ আমার কাছ থেকে শ্রোতাদের প্রত্যাশা অনেক। আমি সেই প্রত্যাশা পূরণ করতে চাই। এ কারণেই্ অ্যালবামের জন্য সময় নিয়ে পছন্দমতো কিছু গান তৈরি করছি।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ