September 22, 2019, 6:10 pm

“বিজিবির ইন্ডিকেটর বোর্ড” ইয়াবা ব্যবসায়ীর বাড়ি” তাহিরপুরে মাদকও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিনব পদ্বতি

Spread the love
কামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলায় মাদক দ্রব্য ও চোরাচালান প্রতিরোধে অভিনব পদ্বতি বেছে নিয়েছে ২৮বিজিবি ব্যাটালিয়ান সুনামগঞ্জের অধিনয়ক লে,কর্নেল মাকসুদুল আলম।মাদকও চোরাচালন প্রতিরোধে সম্প্রতি ১৩০ পিছ ইয়াবা টেবলেট সহ বিজিবি’র হাতে আটক কৃত তাহিরপুর উপজেলার লাউড়ের গড় গ্রামের নবীবুল ওরফে রফিকের বাড়িতেও রাস্তায় ”ইয়াবা ব্যবসায়ী নবীবুল এর বাড়ি” ইন্ডিকেটর বোর্ড লাগিয়েছে বিজিবি। মঙ্গলবার সকালে বিজিবি’র অধিনায়ক লে,কর্নেল মাকসুদুল আলম লাউড়ের গড় এলাকার গন্যমান্য লোক জনকে নিয়ে মাদকও চোরাচালান প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় ইয়াবা ব্যবসায়ীকে সামাজিক ভাবে বয়কট,মাদক সেবীদের ভীতি সঞ্চার,মাদকওচোরালানে নিরোৎসাহী হওয়া সহ সামাজিক সচেতনতা সৃষ্টিতে ইন্ডিকেটর বোর্ড বিশেষ কাজে লাগবে বলে অভিমত ব্যক্ত করলে এলাকার লোকজন এতে একমত পোষন করেন এবং এলাকার জন প্রতিনিধিও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে ইয়াবা ব্যবসায়ী নবীবুল ওরফে রফিকের বাড়িতেও রাস্তায় ইন্ডিকেটর বোর্ড লাগানো হয়। এসময়  বিজিবি’র অধিনায়ক লে,কর্নেল মাকসুদুল আলমও অন্যান্য দায়িত্ব শীল কর্মকর্তা সহ এলাকার জন প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/০৩ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল
Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ