August 22, 2019, 4:07 pm

শিরোনাম :
ইসলামপুরে মুক্তি পেলো স্বল্প দৈর্ঘ্য শর্টফিল্ম জঞ্জাল ইসলামপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত ইসলামপুরে সুধীদের সাথে মত বিনিময় হিলিতে ভিক্ষুকদের পূর্ণবাসনে রিক্সা ভ্যান ও দোকান বিতরণ ইসলামপুরে ভয়াবহ অগ্নিকান্ড দেড় কোটি টাকা ক্ষতি শিবগঞ্জে মহব্বত নন্দীপুর প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় জেলা শিক্ষা অফিসার কর্তৃক পরিদর্শন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান ও প্রকৌশলীর বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্নসাতের অভিযোগ তানোর থানা পুলিশের হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামী ও গাঁজাসহ গ্রেফতার ৩ শিবগঞ্জ ৫৩ নং মনাকষা বিওপির বিজিবির হাতে ৪৮ বোতল ফেন্সিডিল সহ আটক ১ র‌্যাব-৫ এর অভিযানে ৫০ বোতল বিদেশীমদসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

বিক্রি না হওয়ায় রাস্তায় ফেলে প্রতিবাদ, সিলেটে ২০ ট্রাক চামড়া মাটিচাপা

Spread the love

বিক্রি না হওয়ায় রাস্তায় ফেলে প্রতিবাদ, সিলেটে ২০ ট্রাক চামড়া মাটিচাপা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নগরীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০ ট্রাক চামড়া ময়লার সঙ্গে সংগ্রহ করে ভাগাড়ে পুঁতে ফেলেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। কোরবানি দেওয়া ব্যক্তি ও বিভিন্ন মাদ্রাসা এসব চামড়া বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলে দিয়েছিল। একটি মাদ্রাসার কর্তৃপক্ষ এতিম শিক্ষার্থীদের সাহায্যে সংগ্রহ করা চামড়া ঈদের দিন বিকেল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করেও বিক্রি করতে না পেরে নগরীর আম্বরখানায় রাস্তায় ফেলে প্রতিবাদ জানায়। পরে চামড়াগুলো ময়লার সঙ্গে তুলে নেয় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। সবাই এ রকম প্রতিবাদ না জানালেও অবিক্রিত চামড়া নিয়ে সিলেট জেলার বেশির ভাগ এলাকাতেই মানুষ বিপাকে পড়েন। গত মঙ্গলবার সকালে নগরীর বিভিন্ন মোড়ে চামড়ার স্তূপ চোখে পড়ে। পরে সেগুলো ভাগাড়ে নিয়ে যায় কর্তৃপক্ষ। সিসিকের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান বলেন, নগরী থেকে প্রায় ২০ ট্রাক চামড়া ডাম্পিং করা হয়েছে। গত মঙ্গলবার সকালে বিভিন্ন মোড়ে এসব চামড়া রাখা ছিল। পরে সেগুলো ডাম্পিং করা হয়। এবার এত চামড়া কেন অবিক্রিত রয়ে গেল তা বোধগম্য নয় বলে জানান হানিফুর রহমান। দেশে চামড়ার বিশাল বাজার রয়েছে। এ শিল্পের বড় জোগান দেয় কোরবানির পশুর চামড়া। বিগত সময়ে চামড়ার ব্যাপক চাহিদা থাকলেও কয়েক বছর থেকে তার দাম কমতে থাকে। আর এ বছর চামড়ার ক্রেতাই খুঁজে পাওয়া যায়নি। তবে ভাগ্যের জোরে কেউ বিক্রি করতে পারলেও তা দিয়ে দিতে হয়েছে পানির দামে।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ