August 14, 2019, 7:04 am

শিরোনাম :
বিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে ২৪ ঘন্টায় কোরবানীর পশু’র বর্জ্য অপসারণ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিমিয় বগুড়া সদরের ধলমোহিনী পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন, ৪/৫ লক্ষ টাকার ক্ষতি সারিয়াকান্দি যমুনা নদীতে নৌকাডুবি ঘটনায় ২জনের মূত্যু নিখোঁজ আরো অনেকেই ইয়েমেনে ওয়ালটনের এসি রপ্তানি শুরু বাদামি ডিম কি বেশি স্বাস্থ্যকর? বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমছে চর্বিযুক্ত খাবার সুন্দর ত্বকের জন্য দৈনিক যুগান্তর পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি ও দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক, সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. জেহাদুল ইসলামের ওপর হামলা তালায় ঘুমন্ত স্বামী এসিড দগ্ধ:স্ত্রীকে আসামীকে করে মামলা

বাড়িতে থাকুক একটি তুলসি গাছ

Spread the love

বাড়িতে থাকুক একটি তুলসি গাছ

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

তুলসি গাছের উপকারিতার কথা বলে আর শেষ করা যাবে না। আগেকার দিনে প্রতিটি বাড়িতে বাড়িতেই একটি করে তুলসি গাছ ছিল। ফ্ল্যাট বাড়ির চলে বাড়িতে গাছের সংখ্যা এখন শূন্যের কোটায়। তবুও নিজের প্রয়োজনে গাছ লাগানোর চর্চা শুরু হয়েছে। সেই চর্চায় থাকুক একটু তুলসি গাছ। জেনে নিন গাছের যত্ন আর গাছের উপকারিতার কথা।

তুলসি গাছের যত্ন

১) তুলসি গাছে প্রতিদিন পানি দিতে হয়।

২) গাছের গোড়ায় রান্না ঘরের সবজির খোসা, চাপাতা, ডিমের খোসা দিন সপ্তাহে একদিন।

৩) ঘরে রোদ না এলে একদিন অন্তত গাছটিকে রোদে রাখুন।

তুলসি গাছের উপকারিতা

১) বমি কিংবা মাথা ঘোরা বন্ধে তুলসি পাতার রসের মধ্যে গোলমরিচ মিশিয়ে খেলে বিশেষ উপকার পাওয়া যায়।

২) সকালবেলা খালি পেটে তুলসি পাতা চিবিয়ে রস পান করলে খাবার রুচি বাড়ে।

৩) ঘা যদি দ্রুত কমাতে চান তাহলে তুলসি পাতা এবং ফিটকিরি একসঙ্গে পিষে ঘায়ের স্থানে লাগান, দ্রুত কমে যাবে।

৪) শরীরের কোন অংশ যদি পুড়ে যায় তাহলে তুলসির রস এবং নারকেলের তেল ফেটিয়ে লাগান, এতে জ¦ালাপোড়া কমে যাবে।

৫) পেট খারাপ হলে তুলসীর ১০ টা পাতা সামান্য জিরার সঙ্গে পিষে ৩-৪ বার খেলেই পেট ঠিক হয়ে যাবে।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ