June 20, 2019, 6:28 am

শিরোনাম :
আলোচনা সভায় বক্তারা সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে যৌথভাবে খাদ্যের মান নিশ্চিত করতে হবে জগন্নাথপুরে আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ জগন্নাথপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু জগন্নাথপুরে পত্রিকা বিক্রেতা নিকেশের দুর্দিন বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে নৌকা মার্কার গণসংযোগ কেশবপুরে জেলেদের প্রশিক্ষণ শুরু তাহিরপুরে ইয়াবার চালানসহ ২ মাদক ব্যবসায়ী আটক বান্দরবানে সরক দূর্ঘটনা সেনাবাহিনীর সদস্য নিহত ১, আহত ৭ নাইক্ষ্যংছড়ি উপজেলা সোনাইছড়ি এলাকায় অবৈধ পাথর জব্দ লামায় উপজেলা অবৈধভাবে পাথর উত্তোলনকারী দুই শিক্ষকসহ ৩৯ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

প্রতারণা করে ৪৯ সন্তানের পিতা!

Spread the love

প্রতারণা করে ৪৯ সন্তানের পিতা!

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

তাঁর ক্লিনিকে সন্তান হয় না এমন মহিলাদের লাইন লেগে থাকত আইভিএফ পদ্ধতিতে মা হওয়ার জন্য। অথচ ডোনারের শুক্রানুর বদলে একের পর এক মহিলাদের শরীরে নিজের শুক্রাণু ঢুকিয়ে দিতেন নেদারল্যান্ডের এক ডাক্তার। এইভাবে ৪৯ জন সন্তানের পিতা হয়েছেন তিনি। বিবিসি।

২০১৭ সালে ৮৯ বছর বয়সেই মৃত্যু হয় জান কারবাট নামের ওই ডাচ চিকিৎসকের৷ এর আগে ২০০৯ সালে বন্ধ হয়ে গিয়েছিল তাঁর ওই আইভিএফ ক্লিনিক। সম্প্রতি ক্লিনিকের মাধ্যমে জন্ম নেয়া ব্যক্তিদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে কারবাটের প্রতারণা ধরা পড়ে।

শুক্রবার তার ক্লিনিক থেকে আইভিএফ করিয়ে মা হওয়া ৪৯ জন মহিলার সন্তানের ডিএনএ পরীক্ষা করানো হয়। পরীক্ষায় প্রমাণিত হয়েছে, ওই ৪৯ সন্তানই ওই চিকিৎসকের শুক্রাণুতেই জন্ম নিয়েছেন।৪৯ জনের আইনজীবী বোয়েটার্স বলেন, ‘আমরা খুশী অবশেষে স্পষ্টভাবে বিষয়টি জানা গেছে। এই ৪৯ জন জানতে পারলো তাদের বাবা কে।’

এক সন্তান বলেন, ‘১১ বছর ধরে আমি বাবাকে খুজছি। দীর্ঘ সময় ধরে মামলাটি চলছে। এখন আমি আমার স্বাভাবিক জীবন চালিয়ে যেতে পারবো।’

জানা গেছে, নিজের জীবদ্দশায় ৬০ সন্তানের বাবা হয়েছেন বলে নিজেই ডিএনএ পরীক্ষা করিয়েছিলেন জান কারবেট। সেই রিপোর্ট এতদিন আদালতের কাছে সুরক্ষিত ছিল৷ এমনকী মৃত্যুর আগে ওই চিকিৎসক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে গিয়েছিলেন বলেও জানানো হয়েছে। তবে কোন শাস্তির মুখোমুখি হতে হয়নি তাকে।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ