-
- শিক্ষা, সারাদেশে
- প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল
- Update Time : November, 16, 2019, 5:25 pm
- 23 View
মোহাম্মদ হাছান,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জের ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ নভেম্বর ২০১৯ শনিবার সালের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় এবং দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এম. ছাবির আহম্মেদ এবং সঞ্চালনা করেন সদ্য ২০১৯ এর লক্ষ্মীপুর সদর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তথা প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ মোস্তাফা কাজল।এসময় আরো উপস্থিত ছিলেন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মোঃ জোবায়েদ আলী, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এম. ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারন সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আলী হোসেন।এছাড়াও আরো উপস্থিত ছিলেন এড. সামছুদ্দিন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক জয়নাল আবেদীন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নিজাম উদ্দিন সহ সমাপনী পরীক্ষার্থীদের সকল অভিভাবক।এসময় উপস্থিত অতিথিরা সবাই সকল কোমলমতি পরীক্ষার্থীদের ভালোভাবে এবং সুন্দর করে পরীক্ষা দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেন এবং সকল অভিভাবককে আরো সচেতন হওয়ার জন্য বলেন।সর্বশেষ মহান আল্লাহর কাছে সকলের আরো উন্নতি ও সফলতার জন্য দোয়া করা হয়। পরবর্তীতে সকল অভিভাবকের কাছে সকল ছাত্র/ছা্ত্রীর প্রবেশপত্র প্রদান করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/১৬ নভেম্বর ২০১৯/ইকবাল
এ ক্যাটাগরীর আরও সংবাদ