January 23, 2020, 11:18 pm

শিরোনাম :
রাজশাহীতে টিসিবির পেঁয়াজ বিক্রিতে অনিয়ম’ পেঁয়াজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছেন ক্রেতারা র‌্যাব-৫, এর অভিযানে ভাগনিকে উত্যক্ত করার প্রতিবাদী চাঞ্চল্যকর মামা হত্যার প্রধান আসামী গ্রেফতার মানববন্ধনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ধর্ষক শের আলীর ফাঁসির দাবীতে উত্তাল ভোলা জামালপুরে বন্য হাতির আক্রামনে ১ জনের মৃত্যু ঝিনাইদহের মহেশপুরে ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত বকশিগঞ্জে যুগ্ম সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাট সরকারি কলেজের রজতজয়ন্তীর সফলতা কামনা করছেন ভাইস চেয়ারম্যান কয়েছ ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করায় শৈলকুপায় শিক্ষক গ্রেফতার যশোরে দুই বিঘা জমির ক্ষীরা গাছ কেটে সাবাড় যশোরে ১২ ফুট লম্বা গাঁজা গাছসহ ব্যবসায়ী আটক

পুঁজিবাজারে সূচক বেড়েছে

Spread the love

পুঁজিবাজারে সূচক বেড়েছে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সপ্তাহের চতুর্থ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে। গতকাল গতকাল বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৫ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫৪ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৬৭ পয়েন্টে। ঢাকায় ৩৩২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিন ৪০৩ কোটি ১৩ লাখ টাকা। গতকাল বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৭ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৩৮ পয়েন্টে রয়েছে। সিএসইতে ১৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪১ কোটি ১২ লাখ টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৪ টির, কমেছে ১১৭ টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর। সি এসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৮৭টির, অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৭ দশমিক ৯৮ পয়েন্ট;

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ