October 13, 2019, 9:58 pm

পাইকগাছা উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

Spread the love

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছার হরিঢালী, কপিলমুনি ও গদাইপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, ইউএনও জুলিয়া সুকায়না ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। চেয়ারম্যান ও ইউএনও রোববার বিকালে অষ্টমী পূজায় কপিলমুনির কাশিমনগর-বটতলা সার্বজনীন পূজা মন্দির, নাছিরপুর সিংহ বাড়ী পূজা মন্দির, কপিলমুনি পূর্বপাড়া হরিসভা, নগরশ্রীরামপুর সার্বজনীন, হরিঢালীর দক্ষিণ সলুয়া মহামায়া পূজা মন্দির ও গদাইপুরের ভোলানাথ সুখদা সুন্দরী সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তারা সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, জেলা পূজা উদযাপন পরিষদনেতা রমেন্দ্রনাথ সরকার, আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, আওয়ামীলীগনেতা যুগোল কিশোর দে, ইকবাল হোসেন খোকন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রভাষক মশিউর রহমান, যুবলীগনেতা এম.এম. আজিজুল হাকিম, নাজমা কামাল, মোঃ আব্দুল গফফার মোড়ল, কবির উদ্দীন সরদার, সার্ভেয়ার সাকিরুল ইসলাম, ইদ্রিস আলী, আশরাফুল ইসলাম টুটুল, শফিকুল ইসলাম ও সালাউদ্দীন কাদের।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ