August 18, 2019, 9:32 pm

পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে অভিযোগে ভোলায় আটক ১

Spread the love

পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে অভিযোগে ভোলায় আটক ১

ডিটেকটিভ নিউজ ডেস্ক

পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ভোলার চরফ্যাশন উপজেলা থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ভোলার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার। আটক ব্যক্তির নাম আবদুস শহিদ হাওলাদার। তিনি উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর নিউটন এলাকার বাসিন্দা। এসপি সরকার মোহাম্মদ কায়সার জানান, পদ্মা সেতু তৈরিতে মানুষের মাথা লাগবে, এমন গুজব ছড়ানোর অভিযোগে চরফ্যাশন থেকে আবদুস শহিদ হাওলাদারকে আটক করা হয়েছে। আবদুস শহিদ হাওলাদার দীর্ঘদিন ধরেই এ ধরনের গুজব ছড়িয়ে আসছেন। এরইমধ্যে এ বিষয়ে ভোলায় তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন দুবাই থাকেন। বাকিদের আটকের জন্য চেষ্টা চালানো হচ্ছে। এসপি কায়সার আরো জানান, এই গুজবের ফলে শিশুদের স্কুলে উপস্থিতির সংখ্যা কমে যাচ্ছে। এ ছাড়া আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। এজন্য সবাইকে গুজবে কান না দিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. সাফিন মাহমুদ উপস্থিত ছিলেন।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ