January 18, 2020, 12:29 am

নারায়ণগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

Spread the love

নারায়ণগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

ডিটেকটিভ নিউজ ডেস্ক                

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার এনায়তনগর ইউনিয়নের মধ্য ধর্মগঞ্জ এলাকায় ১৪ বছরের এক স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করেছে প্রশাসন। গতকাল বুধবার দুপুরে এলাকাবাসীর খবরের ভিত্তিতে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম জেবিন বিনতে শেখের নেতৃত্বে ওই বাল্যবিয়ে বন্ধ করা হয়। কিশোরী মুন্নী আক্তার উপজেলার এনায়তনগর ইউনিয়নের মধ্য ধর্মগঞ্জ এলাকার আবদুর রশিদের মেয়ে। সে ফতুল্লা হরিহর পাড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই এলাকার আবদুর রশিদের মেয়ে মুন্নীর সঙ্গে একই এলাকার মনির হোসেনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী রুবেলের (২৮) বিয়ে ঠিক হয়। গতকাল বুধবার গায়ে হলুদ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এ সময় বাল্যবিয়ের খবর পেয়ে প্রথমে স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা বিয়ে বন্ধ করার অনুরোধ করেন। পরে সদর উপজেলার ইউএনও তাসনিম জেবিন বিনতে শেখ উপস্থিত হয়ে উভয় পরিবারের সদস্যদের বুঝিয়ে বিয়ে বন্ধ করেন। নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম জেবিন বিনতে শেখ বলেন, ১৮ বছর পূর্ণ হয়নি, এছাড়াও মেয়েটি শারীরিক ও মানসিকভাবেও এখনও বিয়ের উপযুক্ত হয়নি। এসব বিষয় চিন্তা করে উভয় পরিবারের সম্মতিক্রমে বিয়ে বন্ধ করা হয়েছে। ১৮ বছর পূর্ণ হওয়ার পরই বিয়ে অনুষ্ঠিত হবে উভয় পরিবার লিখিত অঙ্গীকারও দিয়েছে।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ