August 19, 2019, 7:19 pm

দেশবাসী কে পবাসি কল্যাণ মন্ত্রী ইমরান আহমদের ঈদের শুভেচ্ছা

Spread the love
এম,এম,রুহেল,জৈন্তাপুর,সিলেটঃ

সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ) আসনের নির্বাচিত এম.পি ও সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি সিলেট-৪আসনের সর্বস্তরের জনগণ, সিলেটবাসীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।পবিত্র ঈদুল আয্হা উপলক্ষ্যে সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়ে প্রেরিত এক অভিনন্দন বার্তায় তিনি এই ঈদ শুভেচ্ছা জানান।তিনি অভিনন্দন বার্তায় বলেন মুসলমানদের সর্ববৃহত ধর্মীয় উৎসব ঈদউল আজহা,পশু কুরবানীর মধ্য দিয়ে মনের পশুত্বকে বির্সজন দেয়াই এই ঈদের প্রাপ্তি। অতিতের ন্যায় আসন্ন ঈদ,উৎসাহ্, উদ্দীপনা ও আনন্দে উদযাপন করাই হউক মুসলিম জাহানের প্রত্যাশা।তিনি মুসলমানদের পাশাপাশি ভিন্ন ধর্মালম্বীদের ও পবিত্র ঈদুল আয্হার শুভেচ্ছা জ্ঞাপন করেন। মুসলিম উম্মার শান্তি কামনা করে বলেন,ঈদ মুসলমানদের ঘরে ঘরে আনন্দের বার্তা ও সাম্য, শান্তির বাণী  নিয়ে আসে।ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আযহার আনুষ্ঠানিকতা পালন করে। তিনি শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনে সকলের সহযোগিতাও কামনা করেন।

প্রাইভেট ডিটেকটিভ/১২ আগস্ট ২০১৯/ইকবাল

 

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ