August 22, 2019, 12:52 pm

শিরোনাম :
ইসলামপুরে মুক্তি পেলো স্বল্প দৈর্ঘ্য শর্টফিল্ম জঞ্জাল ইসলামপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত ইসলামপুরে সুধীদের সাথে মত বিনিময় হিলিতে ভিক্ষুকদের পূর্ণবাসনে রিক্সা ভ্যান ও দোকান বিতরণ ইসলামপুরে ভয়াবহ অগ্নিকান্ড দেড় কোটি টাকা ক্ষতি শিবগঞ্জে মহব্বত নন্দীপুর প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় জেলা শিক্ষা অফিসার কর্তৃক পরিদর্শন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান ও প্রকৌশলীর বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্নসাতের অভিযোগ তানোর থানা পুলিশের হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামী ও গাঁজাসহ গ্রেফতার ৩ শিবগঞ্জ ৫৩ নং মনাকষা বিওপির বিজিবির হাতে ৪৮ বোতল ফেন্সিডিল সহ আটক ১ র‌্যাব-৫ এর অভিযানে ৫০ বোতল বিদেশীমদসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

দুর্গম পাহাড়েও শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে: শিক্ষামন্ত্রী

Spread the love

দুর্গম পাহাড়েও শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে: শিক্ষামন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বর্তমান সরকার সবসময়ই পার্বত্যাঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকারের আন্তরিকতায় পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়েও শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সোলারচালিত মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। বান্দরবান অরুণ সারকী টাউন হলে শিক্ষা মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং এটুআই এর যৌথ উদ্যোগে ‘শিক্ষার জন্য আলো’ কার্যক্রমের অধীনে সোলারচালিত এ মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন করা হয়। দীপু মনি বলেন, পার্বত্যাঞ্চলের শিক্ষার প্রসারে সরকার বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। যার ধারাবাহিকতায় পার্বত্য জেলা বান্দরবানও দ্রæতগতিতে এগিয়ে চলেছে। এ অঞ্চলে এখন আর অশিক্ষিত বলতে কেউ নেই। প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও স্কুলমুখী হয়েছে। এসবই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফল। পর্যায়ক্রমে এ অঞ্চলের শিক্ষাব্যবস্থা আরও উন্নত করা হবে জানিয়ে মন্ত্রী আঞ্চলিক উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহŸান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সচিব মেজবাহুল ইসলাম, এটুআই প্রকল্পের পরিচালক মোস্তাফিজুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সুদত্ত চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক (ডিসি) দাউদুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নোমান হোসেন প্রিন্স প্রমুখ। এছাড়াও বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে সোলারচালিত মাল্টিমিডিয়া লাইট বিতরণ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ