June 21, 2019, 11:59 am

শিরোনাম :

দক্ষিণ আফ্রিকাকে ছাড়িয়ে সোনা উৎপাদনে ঘানা

Spread the love

দক্ষিণ আফ্রিকাকে ছাড়িয়ে সোনা উৎপাদনে ঘানা

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকা মহাদেশের শীর্ষ সোনা উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে।

বার্তা সংস্থা ব্লুমবার্গের এক অনুসন্ধানে বিষয়টি জানা গেছে বলে জানিয়েছে বিবিসি।

দক্ষিণ আফ্রিকা গত কয়েক দশক ধরে মহাদেশটির শীর্ষ সোনা উৎপাদনকারী দেশ ছিল; কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ও শ্রমিক অসন্তোষের কারণে সেখানে শিল্পটির উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

অপরদিকে নতুন বিনিয়োগের পাশাপাশি ঘানায় উৎপাদন খরচও কম বলে জানিয়েছে তারা।

ঘানার চেম্বার অব মাইনস্ এবং মিনারালস্ কাউন্সিল অব সাউথ আফ্রিকার দেওয়া পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, গেল ২০১৮ সালে ঘানা ৪৮ লাখ আউন্স সোনা উৎপাদন করেছে, আর দক্ষিণ আফ্রিকা করেছে ৪২ লাখ আউন্স।

২০১৮-র পরিসংখ্যানে দেখা গেছে, আগের বছরের তুলনায় ঘানার সোনার উৎপাদন ১২ শতাংশ বেড়েছে।

“আমাদের পোর্টফেলিওর একটি গুরুত্বপূর্ণ অংশ (ঘানা)। ভূতাত্ত্বিকভাবে এখানে (কার্যক্রম) অব্যাহত রাখার ও বাড়ানোর ভালো সম্ভাবনা দেখছি আমরা,” ঘানার সোনা উৎপাদন শিল্পে বিনিয়োগ করা মার্কিন কোম্পানি নিউমন্ট গোল্ডকর্প করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি গোল্ডবার্গ এমনটি বলেছেন বলে দেওয়া উদ্ধৃতিতে জানিয়েছে ব্লুমবার্গ।  ঘানার বিনিয়োগ পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ