October 12, 2019, 6:10 pm

থ্রি হুইলারের চাপায় শিশু নিহত আটক ২

Spread the love

থ্রি হুইলারের চাপায় শিশু নিহত আটক ২
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামে গত সোমবার (৩০.০৯.১৯) সকালে বালুবাহী থ্রি হুইলারের (খেক্কর) চাপায় ৬ বছর বয়সী এক কন্যাশিশু নিহত হয়েছে। নিহত শিশুটির নাম আছিয়া। সে চন্দনী গ্রামের উজ্জ্বল মণ্ডলের মেয়ে।
উপজেলাধীন রেনিনগর-চন্দনী সড়কের শহিদুলের মুদি-দোকানের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটিকে চাপা দেয় থ্রি হুইলারটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। দুর্ঘটনার পর গাড়ি চালক সুমন পালিয়ে যায়। স্থানীয়রা গাড়িতে থাকা দুই শ্রমিক চরবর্ণি গ্রামের রবিউল মোল্যার ছেলে জসিম মোল্যা (১৮) ও রতন মোল্যার ছেলে সজল মোল্যাকে (১৭) আটক করে বোয়ালমারী থানা পুলিশের হাতে তুলে দেয়। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, লিখিত নিয়ে মৃতদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ