January 20, 2020, 6:17 am

শিরোনাম :
ভোলার পরোপকারী মালেক ভাই চলে গেলেন না ফেরার দেশে ভোলায় এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তি পালিত বাংলাদেশ ইউথ সোশ্যাল ডেভেল্পমেন্ট সংস্থার আয়োজনে কম্বল বিতরণ এডুকেশন ওয়াচ সম্মাননা পেলেন সাংবাদিক দম্পতি শান্তা-মেহেদী যশোরের বাঁকড়ায় মাদক,সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ অনুষ্ঠান -২০২০ বেনাপোল কাস্টমস হাউসে মিথ্যা ঘোষনা দিয়ে ৫০ কোটি টাকার রাজস্ব ফাঁকি বকশিগঞ্জ যদুরচর দাখিল মাদরাসা চলছে দুই সুপারের মনগড়াভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জননেতা মাদার বখশ’র ৫৩ তম মৃত্যুবার্ষিকী সোমবার রাজশাহী পুঠিয়ার শিবপুরে ভুটভুটির ধাক্কায় এক পথচারী নিহত পরিবারে নেমে এসেছে শোকের ছায়া বিজিবি-১ এর অভিযানে রাজশাহী সীমান্ত হতে মালিকবিহীন ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

তৃণমূল নেতাকর্মীরাই জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বে নির্বাচন করবে: জিএম কাদের

Spread the love

তৃণমূল নেতাকর্মীরাই জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বে নির্বাচন করবে: জিএম কাদের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাতীয় পার্টি সব সময় নেতাকর্মীকেন্দ্রিক রাজনীতি করবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীরাই জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব নির্বাচন করবে। এতে তৃণমূল কর্মীদের গুরুত্ব বাড়বে পার্টিতে। গতকাল রোববার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বরিশাল জেলা ও মহানগর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। তৃণমূল নেতাকর্মীদের কাছে জবাবদিহি থাকলে কোনও দলেই মনোনয়ন বাণিজ্য বা পদোন্নতি বাণিজ্য হতে পারে না বলেও মত দেন জিএম কাদের। একজন নেতা দুটি পদে থাকতে পারবেন না জানিয়ে তিনি বলেন, ‘এতে নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি হবে। পার্টিকে সংগঠিত করতে আমরা একটি মেধাবী টিম তৈরি করবো। লাঙ্গল প্রতীক নিয়ে নিজস্ব রাজনীতি করবে। মানুষের অধিকার আদায়ে কখনও পিছপা হবে না।’ বিএনপির দিকে ইঙ্গিত করে জিএম কাদের বলেন, ‘দেশের একটি দল নেতাকেন্দ্রিক, তাই নেতার অনুপস্থিতিতে দলটি অস্তিত্ব সংকটে পড়েছে। ওই দলের শীর্ষ নেতৃত্বে ভুল আর হাওয়া ভবন প্রভাবিত রাজনীতি দেশের মানুষ গ্রহণ করেনি।’

এ সময় বরিশাল জেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব শফিউল্লাহ শফি, সাংগঠনিক সম্পাদক ইসহাক ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ