-
- সারাদেশে
- তাহিরপুরে বন্যার্তদের মধ্যে ইউএনও’র খাবার বিতরণ
- Update Time : July, 11, 2019, 8:34 pm
- 38 View
কামাল হোসেন, তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বন্যা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও গত এক সাপ্তাহ যাবৎ অতি বৃষ্টির কারণে বন্যা কবলিত ৩টি ইউনিয়নের শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছে উপজেলা প্রশাসন। আজ ১১ জুলাই রোজ বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইমতিয়াজন পানি বিশুদ্ধক্ণ ট্যাবলেট সামগ্রী বিতরণ করেন। এ সময় বন্যার্তদের ইউএনও বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্র¯’দের তালিকা তৈরি করে সব ধরণের সহযোগীতা সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। এ সময় তার সাথে ছিলেন তাহিরপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন।তাহিরপুর সদর ইউনিয়নের বীরনগর, বাদাঘাট ইউনিয়নের সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর বড়দল ইউনিয়নের কয়েকটি গ্রামে বেশি ক্ষতিগ্র¯’ শতাধিক পরিবারে এ সকল শুকনো খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইমতিয়াজ বলেন, বন্যার্তদের সহায়তার পরিমাণ আরো বাড়ানো হবে।
প্রাইভেট ডিটেকটিভ/১১জুলাই ২০১৯/ইকবাল
এ ক্যাটাগরীর আরও সংবাদ