August 22, 2019, 12:28 pm

শিরোনাম :
ইসলামপুরে মুক্তি পেলো স্বল্প দৈর্ঘ্য শর্টফিল্ম জঞ্জাল ইসলামপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত ইসলামপুরে সুধীদের সাথে মত বিনিময় হিলিতে ভিক্ষুকদের পূর্ণবাসনে রিক্সা ভ্যান ও দোকান বিতরণ ইসলামপুরে ভয়াবহ অগ্নিকান্ড দেড় কোটি টাকা ক্ষতি শিবগঞ্জে মহব্বত নন্দীপুর প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় জেলা শিক্ষা অফিসার কর্তৃক পরিদর্শন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান ও প্রকৌশলীর বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্নসাতের অভিযোগ তানোর থানা পুলিশের হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামী ও গাঁজাসহ গ্রেফতার ৩ শিবগঞ্জ ৫৩ নং মনাকষা বিওপির বিজিবির হাতে ৪৮ বোতল ফেন্সিডিল সহ আটক ১ র‌্যাব-৫ এর অভিযানে ৫০ বোতল বিদেশীমদসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

টাইগারদের শ্রীলংকা সফরের সূচি প্রকাশ

Spread the love

টাইগারদের শ্রীলংকা সফরের সূচি প্রকাশ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ মিশন শেষ হয়েছে বাংলাদেশ দলের। ক্রিকেটারদের সবাই এখনও দেশে ফেরেননি। ছুটিতে আছেন সবাই। এরইমধ্যে বাংলাদেশ দলের নতুন ক্রিকেট সূচি প্রকাশ হয়েছে। বাদ্য বেজে গেছে শ্রীলংকা সফরের। গত সোমবার শ্রীলংকা ক্রিকেট বোর্ড দু’দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে। বাংলাদেশ ক্রিকেট দল এক সপ্তাহের কিছুটা বেশি সময় শ্রীলংকা সফরে কাটাবে। আগামি ২৬, ২৮ ও ৩১ জুলাই খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজের জন্য বাংলাদেশ দল আগামি ২৩ জুলাই শ্রীলংকা যাবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর ‘আর প্রেমাদাসা স্টেডিয়ামে। সফর শেষে ১ আগস্ট দেশের বিমান ধরার কথা আছে ক্রিকেটারদের। সবগুলো ম্যাচই দিবারাত্রির।

বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশ এবং দেশের বাইরে ছুটি কাটাচ্ছেন। দেশে ফিরে তারা শ্রীলংকা সফরের অনুশীলন শুরু করবেন। এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলের প্রধান কোচ স্টিভ রোডসকে বরখাস্ত করেছে। অন্তবর্তীকালীন কোচের অধীনে তাই লংকা সফর করার সম্ভাবণা বেশি বাংলাদেশ দলের। এছাড়া শ্রীলংকা সফরে ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা খেলবেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে। সাকিব আল হাসান দীর্ঘ বিশ্বকাপ যাত্রা, তার আগে আইপিএল সফর মিলিয়ে শ্রীলংকা সফর থেকে বিশ্রাম চেয়েছেন। লিটন দাসের বিয়ের দিন ঠিক হয়ে আছে শ্রীলংকার ঘোষিত সূচির মধ্যে। তারও তাই শ্রীলংকা সফর অনিশ্চিত।

তারিখ                       ম্যাচ                                         ভেন্যু

২৬ জুলাই ২০১৯     ১ম ওয়ানডে (দিবারাত্রি)               আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো

২৮ জুলাই ২০১৯     ২য় একদিনের ম্যাচ (দিবারাত্রি)      আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো

৩১ জুলাই ২০১৯     ৩য় একদিনের ম্যাচ (দিবারাত্রি)     আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ