August 15, 2019, 5:51 pm

জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

Spread the love
কামাল হোসেন, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
 
সুনামগঞ্জ-দিরাই সড়কের গণিগঞ্জ এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে সড়কদু র্ঘটনায়  জেলা প্রশাসক সুনামগঞ্জ  কর্তৃক নিহতদের পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন। আজ ০৪ জুন, ২০১৯ তারিখ জেলা প্রশাসক সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ এর নির্দেশে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: সফি উল্লাহ, দিরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব বিশ্বজিৎ দেব এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জনাব শোভন রাংসা নিহতের পরিবারের সদস্যদের হাতে ঈদের পোশাক ও ঈদ সামগ্রী তুলে দেন। উল্লেখ্য, গত ০২ জুন, ২০১৯ তারিখ সকাল ৬টায় সুনামগঞ্জ-দিরাই সড়কের গণিগঞ্জ এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১) মো: রুমান মিয়া (ড্রাইভার) (২০), পিতা- আলী আকবর, সাং- গাগলী, উপজেলা- দক্ষিণ সুনামগঞ্জ, ২) মিলন মিয়া (১৮), পিতা- ফজল মিয়া, ৩) আফজল হোসেন (১৬), পিতা- মোহাম্মদ আলী, ৪) সাগর মিয়া (১৬), পিতা- ইস্তফা মিয়া, সাং- দূর্বাকান্দা, উপজেলা- দক্ষিণ সুনামগঞ্জ, ৫) ক্ষিতেশ চন্দ্র দাশ (২৫), পিতা- মনিন্দ্র কুমার দাশ, সাং- নিয়ামতপুর, উপজেলা- শাল্লা, ৬) ফজল করিম (৩০), পিতা- মো: ফুল মিয়া, সাং- সিচনী, রফিনগর, উপজেলা- দিরাই এর নিহত ঘটনার স্থলেই নিহত হয়।
 প্রাইভেট ডিটেকটিভ/ ৪ জুন ২০১৯/ইকবাল

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ