ফখরুল ইসলাম,জগন্নাথপুর (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে দৈনিক যুগান্তর পত্রিকা ২০ বছরে পদার্পন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুরে যুগান্তরের শোভাযাত্রা ছবিঃ ফখরুল ইসলাম
৫ ফেব্রুয়ারি মঙ্গলবার শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। যুগান্তরের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ সানোয়ার হাসান সুনু এর সভাপতিত্বে ও সাংবাদিক অমিত দেব এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ সচিব) মোঃ এমরান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশীদ, সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান। বক্তব্য রাখেন সাংবাদিক শংকর রায়, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাসিম, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, তাজিবুর রহমান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের মহিলা সদস্য শান্তনা ইসলাম লাকি, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক সুজিত রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহবায়ক আবুল কয়েছ প্রমূখ।
প্রাইভেট ডিটেকটিভ/০৫ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল