May 31, 2020, 12:59 pm

শিরোনাম :
শিক্ষার্থীরা যাতে করোনাভাইরাস কোভিড ১৯-এ আক্রান্ত না হয় সে জন্য এখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে না-প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৬ দিনের সাধারণ ছুটির শেষে অফিস খোলার প্রথম দিনেই করোনা মহামারীতে রেকর্ড ৪০ জনের মৃত্যু মাননীয় স্পিকারের নির্দেশও উপেক্ষিত পীরগঞ্জে একটি অসহায় পরিবার উচ্ছেদে দীর্ঘদিন ধরে চলছে জুলুম, নির্যাতন ও ষড়যন্ত্র পটুয়াখালীতে হত্যা চেষ্টা মামলায় ওয়ার্ড আঃলীগের সভাপতি গ্রেফতার! যশোরে আইসোলেশনে রোগীর মৃত্যু রংপুরে করোনায় আক্রান্ত ৪২০, সুস্থ ১৪৯, মৃত ৮ জন আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু চিলমারীতে ৩শতাধিক মায়ের মুখে হাঁসি ফুটালেন “সিএসআর ইউন্ডো বাংলাদেশ এন্ড আরলা ফুুড ডানো মম” তানোরের প্রশাসনের নিষেধাজ্ঞাকে অমান্য করে ইলামদহী হাটের জায়গা জবরদখল করে পাকা ঘর নির্মাণ! শিবগঞ্জে যুবলীগ সভাপতির ওপর ছিনতাইকারীদের ন্যাক্কার জনক হামলা আসামীদের গ্রেফতারের দাবি!

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির উদ্যোগে অসহায় ও কর্মহীন ৬ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

Spread the love

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস)’র উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চৌদ্দগ্রামে অসহায় ও কর্মহীন ছয় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সংগঠনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মাইন উদ্দিন আহমেদের নির্দেশনায় এবং সাধারণ সম্পাদক ও ডাচবাংলা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শহিদ উল্লাহ এফসিএ, সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা হাবিব মহসিন সুধননের সার্বিক তত্বাবধানে চৌদ্দগ্রামের প্রায় ৪৫ গ্রামের অসহায় ও কর্মহীন ছয় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পূবালী বাংকের চৌদ্দগ্রাম শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুলাহ শাহেদ মিয়াজী, সোনালী ব্যাংকের মিয়াবাজার শাখার ব্যবস্থাপক মোঃ আবুল কাশেম, প্রাইম বাংকের ফেনী শাখার ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম ও কর্মকর্তা ইমরান আহমেদ, পূবালী বাংকের চৌদ্দগ্রাম শাখার কর্মকর্তা মোঃ লোকমান হোসেন ও আনোয়ার হোসেন, সিটি বাংক চৌদ্দগ্রাম শাখার কর্মকর্তা মোঃ আহসান উলাহ ও মিউচ্যুয়াল ট্রাস্ট বাংকের লাকসাম শাখার ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন।
সংগঠনের সভাপতি মাইন উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদ উল্লাহ বলেন, ‘চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটিকে ব্যাংকিং সেক্টরে তথা বাংলাদেশের উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে নিয়োজিত রয়েছে। পাশাপাশি সংগঠনের সদস্যগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য-ভ্রাতৃত্ব, সোহার্দ্য, সহযোগিতার মনোভাব ও মানব সেবার ব্রত নিয়ে অরাজনৈতিক সেবামূলক সংগঠন হিসাবে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি সামনে এগিয়ে যাবে এবং সামাজিক ও সেবামূলক কাজ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন’।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ মে ২০২০/ইকবাল

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ