July 22, 2019, 3:15 am

গোল না পাওয়ায় হতাশ জিদান

Spread the love

গোল না পাওয়ায় হতাশ জিদান

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে সর্বোচ্চ চেষ্টা করেও জিততে না পারায় শিষ্যদের জন্য খারাপ লাগছে জিনেদিন জিদানের।

শনিবার রাতে সান মামেসে জিতলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধানে উঠে আসতো রিয়াল। কিন্তু লিগে টানা পাঁচ ম্যাচ জয়হীন থেকে খেলতে নামা বিলবাওয়ের বিপক্ষে জালের দেখাই পায়নি মাদ্রিদের ক্লাবটি। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

প্রথমার্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ নষ্ট করেন ক্রিস্তিয়ানো রোনালদো, টনি ক্রুস ও করিম বেনজেমা। চলতি মৌসুম লিগে এই নিয়ে তৃতীয় ম্যাচে গোল করতে ব্যর্থ হলো রিয়াল।

গোল করায় এই ব্যর্থতার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে তাদের অবস্থানে। বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে আছে জিদানের দল।

ম্যাচ শেষে জিদান বলেন, “দলের পারফরম্যান্সে আমি খুব খুশি আর গোল করতে না পারায় খুব হতাশ। খেলোড়দের জন্য আমার খারাপ লাগছে কারণ তারা সবকিছু দিয়েছে।”

“আমাদের আরও কিছু প্রাপ্য ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা গোল পাইনি যা আমাদের ৩ পয়েন্ট দিত।”

“আমাদের কাজ হলো নিশ্চিত করা যেন আমরা ইতিবাচক থাকি ও গোল করার মতো খেলি। আমি চিন্তিত নই, কিন্তু খেলোয়াড়দের জন্য আমি হতাশ।”

১৪ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে সেভিয়া।

শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৬। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে এক ম্যাচ কম খেলা ভালেন্সিয়া।

আর ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ আছে তৃতীয় স্থানে।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ