August 14, 2019, 9:49 am

গোপালগঞ্জে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ক্বিরাত ,হামদ-নাথ ও কবিতা আবৃত্তি বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Spread the love

কাজী ওহিদ,গোপালগজ্ঞ থেকেঃ

“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁচ্ছে যাবো আমরা উন্নতির শিখরে” শীর্ষক বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি এর আয়োজনে গত ১৫ মে শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তন কওমি মাদ্রাসার ক্বিরাত ও হিফছ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ক্বিরাত ,হামদ-নাথ ও কবিতা আবৃত্তি বিষয়ে ১ম পর্বের সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগজ্ঞ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। প্রতিযোগিতায় জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ এর সঞ্চালনায় কার্যনিবাহী সদস্য জনাব মঈন আহমেদসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলি উপস্থিত ছিলেন । প্রধান অতিথি বলেন,কাউকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নই, ফলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে দেশের উন্নয়নের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই উন্নয়নে সকলে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান। পাশাপাশি দেশের সমৃদ্ধি অর্জনের জন্য আধুনিক বিশ্বের একজন যোগ্যতম নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিজেকে প্রস্তুত করার আহবান জানান তিনি। সাংস্কৃতিক প্রতিযোগিতা গোপালগঞ্জ সদর উপজেলার প্রায় ১৬টি কওমি মাদ্রাসার অংশগ্রহন করেন।উল্লেখ্য ইতোপূর্বে জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জ এর আয়োজনে গোপালগঞ্জ সদর উপজেলার মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আন্ত:মাদ্রাসা সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয় যেখানে বিভিন্ন মাদ্রাসার প্রায় ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত এর কর্মশালা, মাদ্রাসা গুলোতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনকর্ম নিয়ে আলোচনা সভার” আয়োজন করা হয়। এছাড়া স্কুল থিয়েটার উৎসবে মহিলা মাদ্রাসাগুলো অংশগ্রহণ করে নাটক প্রদর্শনীর মাধ্যমে বিশেষ প্রসংশা অর্জন করে।

প্রাইভেট ডিটেকটিভ/ ১৮ মে ২০১৯/ইকবাল

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ