October 11, 2019, 3:08 am

গবেষণা প্রবন্ধ নকলে অভিযুক্ত কুয়েটের ৩ শিক্ষককে সাময়িক অব্যাহতি

Spread the love

গবেষণা প্রবন্ধ নকলে অভিযুক্ত কুয়েটের ৩ শিক্ষককে সাময়িক অব্যাহতি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

অন্যদের গবেষণা প্রবন্ধ নকল করার অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের তিন শিক্ষককে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জি এম শহীদুল আলম জানান, প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫৮তম সিন্ডিকেট সভায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদের সব দায়িত্ব থেকে বিরত থাকতে বলা হয়েছে। তিন শিক্ষক হলেন – মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ, সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল বারী ও এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসান আলী। রেজিস্ট্রার শহীদুল বলেন, ২০০৪ সালে মিটসুবিসু মটরসের ১৬ নম্বর টেকনিক্যাল রিভিউর একটি প্রবন্ধ তিন শিক্ষক প্রায় হুবহু নকল করেন বলে অভিযোগ ওঠে। তারা সেটা ইন্টারন্যাশনাল জার্নাল অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ২ নম্বর ভলিউমের প্রথম ইস্যুতে এবং ২০১৩ সালে আইসিএমআইএমইতে প্রকাশ করেন। বিষয়টা যাচাই করেন দেশের বিশিষ্ট চার গবেষক। পরে অভিযোগটি সিন্ডিকেটে তোলা হলে তাদের সাময়িক অব্যাহতি দেওয়া হয় বলে তিনি জানান। তিনি বলেন, এ ছাড়া চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সিন্ডিকেট সভায় কুয়েটের আইআইসিটি বিভাগের পরিচালক বাসুদেব চন্দ্র ঘোষ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক আফরোজা পারভীন ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের রেজিস্ট্রার অব কপিরাইটের সমন্বয়ে তিন সদস্যের উচ্চক্ষমতার একটি কমিটি গঠন করা হয়েছে।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ