January 27, 2020, 5:29 am

শিরোনাম :
চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে ঝিকরগাছায় যানজট নিরসনে নিজেই রাস্তায় নামলেন ওসি আব্দুর রাজ্জাক চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক ৩ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা অবশেষে ইউএনও মমিন এফবির টাইম লাইন থেকে সরিয়ে ফেললেন বিতর্কিত পোস্ট বরেন্দ্র সচেতন সমাজ কমিটি গঠন সভাপতি রায়হান রোহান ও সাধারণ সম্পাদক সাফিতুম মোসলেমা ইমু ইউএনও সুশান্ত কুমারের যোগদানে তানোর উপজেলার বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন বহুল আলোচিত শিশু হত্যাচেষ্টা মামলার রাবি শিক্ষক মুর্তুজার আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ শিক্ষার্থীদের আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে হবে- মনজুর হোসেন এমপি যশোরে নিখোঁজের তিনদিন পর ইজিবাইক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি বোনের

Spread the love

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি বোনের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেজ বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেছেন, তার বোন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। জরুরিভিত্তিতে তার উন্নত চিকিৎসা দরকার। গতকাল শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর বাইরে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন। সেলিমা ইসলাম বলেন, আমরা দেখে এলাম, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক খারাপ। তিনি কারও সাহায্য ছাড়া দাঁড়াতে পারেন না। নিজের খাবার নিজে খেতে পারেন না। হাত-পা শক্ত হয়ে গেছে। তার জরুরিভাবে উন্নত চিকিৎসা দরকার। ‘চিকিৎসকরা বলেছেন তিনি সুস্থ আছেন’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, সব মিথ্যা কথা। আমরাতো এখনই দেখা এলাম, তিনি কি অবস্থায় আছেন। তাকে বিদেশে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকার যদি চায় তাহলেই তিনি বিদেশে চিকিৎসা নিতে পারবেন। তবে এ বিষয়ে খালেদা জিয়া আমাদের সঙ্গে কিছু বলেননি। গতকাল শুক্রবার বিকেল সোয়া ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরিবারের ছয় সদস্য তার সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। দিদার বলেন, বিএনপি চেয়ারপারসনের মেজবোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, শামীম ইস্কান্দারে স্ত্রী কানিজ ফাতিমা, শামীম ইস্কান্দারের ছেলে অভিক ইস্কান্দার, অরিক ইস্কান্দারসহ পরিবারের ছয় সদস্য বিএসএমএমইউ’র কেবিন ব্লকে কারা হেফাজতে চিকিৎসাধীন খালেদা জিয়ার কক্ষে গিয়ে দেখা করেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য গত ১ এপ্রিল বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬১২ নম্বর কেবিনে তার চিকিৎসা চলছে।

Facebook Comments
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ