-
- অপরাধ, আইন- আদালত, শিক্ষা, সারাদেশে
- কেশবপুরে বিদ্যালয়ের গাছ চুরির অভিযোগে সভাপতির বিরুদ্ধে মামলা!
প্রতিকি ছবি
- Update Time : November, 13, 2019, 2:59 am
- 16 View
জাহিদ আবেদীন বাবু (যশোর) প্রতিনিধিঃ

প্রতিকি ছবি
যশোরের কেশবপুর উপজেলার সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ চুরি করে বিক্রি করার অভিযেগে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি তফিজুর রহমান বাদি হয়ে মামলাটি করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সুজাপুর গ্রামের আনোয়ার আলী দফাদারের ছেলে ও সুজাপুর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। চলতি বছরের ২১ এপ্রিল দুপুরে নজরুল ইসলাম লোকজন নিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদ্যালয়ের ৭ হাজার টাকা মূল্যের একটি মেহগনী গাছ কেটে আতœসাৎ করেন। এ ঘটনার প্রতিকার চেয়ে তফিজুর রহমান বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্যে উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান সরেজমিনে তদন্ত করে গাছ চুরির সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি প্রতিবেদন দাখিল করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গত ৪ নভেম্বর নজরুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলাটি রুজু করা হয়। যার মামলা নং– ০৩।
প্রাইভেট ডিটেকটিভ/১৩ নভেম্বর ২০১৯/ইকবাল
এ ক্যাটাগরীর আরও সংবাদ